দেবীপক্ষের শুরুতে মহালয়ার দিন কোথায় ঠেকল সোনার দাম, জেনে নিন ১০ গ্রামের কলকাতার দর

উৎসবের মরশুমে যেন চাপ বাড়ছে সোনা ও রূপোর দাম। সোনার দাম বাড়া-কমা যেন লেগেই থাকে। একদিকে বাড়ছে তো অন্যদিন কমছে। তবে বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমেছিল সোনার। ফের ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় অনেকটাই কমেছে। দেবীপক্ষের শুরুতে মহালয়ার দিন কতটা সস্তা হল সোনার দাম, কোথায় ঠেকল রূপোর দর, জেনে নিন একনজরে।

Riya Das | Published : Oct 6, 2021 12:45 PM
19
দেবীপক্ষের শুরুতে মহালয়ার দিন কোথায় ঠেকল সোনার দাম,  জেনে নিন ১০ গ্রামের কলকাতার দর

উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) ওঠা-নামা যেন লেগেই রয়েছে। একদিকে বাড়ছে তো অন্যদিন কমছে। গত প্রায় ১০ দিন ধরেই সোনার দাম অনেকটাই নিম্মমুখী।

29


একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও  ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছে।গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে সোনা।   
 

39


সোনার পাশাপাশি রূপোর দামেও বেশ হেরফের হয়েছে। আন্তর্জাতিক বাজারে দর কমায় দেশীয় বাজারেও দর কমেছে সোনা ও রূপোর।
 

49


দেবীপক্ষের শুরুতে মহালয়ার দিন ফের সস্তা হল সোনার দাম,  রূপোর দরও অনেকটাই নিচে। এককথায় বলতে গেলে রেকর্ড দরের চেয়ে অনেকটাই সস্তা হয়েছে সোনার দাম।

59

সর্বোচ্চ দামের চেয়ে প্রায় ১০ হাজার দাম কমল সোনার। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। তবে বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। 
 

69


আপাতত ১০ গ্রাম সোনার দাম রেকর্ড দরের চেয়ে প্রায়  ১০ হাজার টাকার মতো কম আছে। সোনার দাম একধাক্কায় এতটা কমায় সোনা কেনারও চাহিদা  অনেকটাই বেড়েছে। দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। 

79

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৬, ১৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৮৬০ টাকা।

89

 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম বেড়েছে রূপোরও। তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।

99

সোনার থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬০,৭০০  টাকা। সোনার গহনার পাশাপাশি (Silver Jewllery) রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos