Published : Dec 14, 2020, 03:50 PM ISTUpdated : Dec 14, 2020, 03:59 PM IST
বছরের শেষে সোনায় সোহাগা। ফের ভারতীয় বাজারে কমল সোনার দাম। তবে শুধু সোনা নয়, ব্যাপক পতন রূপোর দামেও। সোমবার পতনের ফলে গত চারদিনের মধ্যে তৃতীয় দিন কমেছে সোনার দাম। এবার আর ৫০ হাজার নয়, তার চেয়ে দাম কমেছে সোনার। সপ্তাহের শুরুতেই কত কমল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর।
বিশ্ববাজারেও দাম কমেছে সোনার। সোমবার থেকে আমেরিকা করোনা ভাইরাসের টিকা প্রদানের কর্মসূচী শুরু করতে লগ্নিকারীদের মধ্যে দুঁকির মাত্রা বেড়েছে। তার জেরেই নাকি সোনা এই পতনের সাক্ষী থেকেছে বলে মত বিশেষজ্ঞদের।