সোনায় সোহাগা, ফের ৪৯ হাজারের মধ্যে চলে এল সোনার দাম, ব্যাপক পতন রূপোরও

Published : Dec 14, 2020, 03:50 PM ISTUpdated : Dec 14, 2020, 03:59 PM IST

বছরের শেষে সোনায় সোহাগা। ফের ভারতীয় বাজারে কমল সোনার দাম। তবে শুধু সোনা নয়, ব্যাপক পতন  রূপোর দামেও। সোমবার পতনের ফলে গত চারদিনের মধ্যে তৃতীয় দিন কমেছে সোনার দাম। এবার আর ৫০ হাজার নয়, তার চেয়ে দাম কমেছে সোনার। সপ্তাহের শুরুতেই কত কমল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর।

PREV
19
সোনায় সোহাগা, ফের ৪৯ হাজারের মধ্যে চলে এল সোনার দাম, ব্যাপক পতন রূপোরও

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। বছরের শেষে দাম কমায় দোকানেও ভিড় বাড়ছে সাধারণ মানুষের।

29

একটানা উর্ধ্বমুখী থাকার পর একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন।

39

সোনার দামে নয়া চমক। এমসিএক্স সূচক গোল্ড ফিচারে  ১০ গ্রাম সোনার দাম ০.৪শতাংশ কমেছে ।

49

তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও  অনেকটাই নিচের দিকে।

59

এবার আর ৫০ হাজার নয়, তার চেয়ে নিচে নেমেছে সোনার দাম।

69


২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৮৪০  টাকা।  

79

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৫৪০ টাকা। 

89


রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬৩, ৪৭২ টাকা।

99

বিশ্ববাজারেও দাম কমেছে সোনার। সোমবার থেকে আমেরিকা করোনা ভাইরাসের টিকা প্রদানের কর্মসূচী শুরু করতে লগ্নিকারীদের মধ্যে দুঁকির মাত্রা বেড়েছে। তার জেরেই নাকি সোনা এই পতনের সাক্ষী থেকেছে বলে মত বিশেষজ্ঞদের।

click me!

Recommended Stories