সপ্তাহের শুরুতেই কোথায় ঠেকল সোনার দাম, জেনে নিন বাজারের হাল হকিকত

Published : Sep 07, 2020, 03:48 PM ISTUpdated : Sep 07, 2020, 03:49 PM IST

মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল।  যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছে। একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ৬০ হাজারের গন্ডি ছুঁই ছুঁই থেকে প্রায় ৫০ হাজারের মধ্যে চলে এসেছে সোনার দাম। সপ্তাহের শুরুতেই  ফের  চমক সোনার বাজারে।  আজ দিনের শুরুতেই সোনার দাম বাড়ল না কমল । এবং আগামী দিনেও কোথায় পৌঁছবে সোনার দাম, কী মনে করছেন বিশেষজ্ঞরা।তবে কি এটাই সোনা কিনে রাখার মোক্ষম সময়, জেনে নিন বাজারের হাল হকিকত।  

PREV
19
সপ্তাহের শুরুতেই কোথায় ঠেকল সোনার দাম,  জেনে নিন বাজারের হাল হকিকত

গত আগস্ট মাস থেকেই বৃদ্ধির নয়া রেকর্ড গড়ার পর থেকেই সোনার দাম বেশ কিছুটা কমেছে।

 

29


করোনা সঙ্কট পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। লকডাউনে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে। 

39


একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় কমেছে সোনার দাম। ৬০ হাজারের গন্ডি ছুঁই ছুঁই থেকে প্রায় ৫০ হাজারের মধ্যে চলে এসেছে সোনার দাম। 

49

এমসিএক্স ফিচারে সপ্তাহের শুরুতেই পরপর তিনদিন দাম কমার পর ফের বাড়ল সোনার দাম ।লকডাউনের মধ্যে সোনার দামে ফের চমক। 
 

59

আজও অনেকটাই দাম বেড়েছে সোনার দামে, পাশাপাশি রূপোর দরও খানিকটা উপরের দিকেই রয়েছে। 

69

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,২২০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,৯২০ টাকা। 

79


সোনার পাশাপাশি রূপোার দামেও উর্ধ্বমুখী। এমসিএক্স ফিচারে ১ কেজি রূপোার দাম দাঁড়িয়েছে ৬৮,১০০ টাকা।

89

তবে এটাই কি মোক্ষম সময় সোনা কেনার। বিশেষজ্ঞরা মনে করছেন,আগামী দিনেও সোনার দাম আরও কমবে। এর পাশাপাশি রূপোর দাম থাকবে নিচের দিকে।
 

99

আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।

click me!

Recommended Stories