লক্ষ্মীবারেই বড় চমক, এপ্রিলের শুরুতেই একধাক্কায় দাম কমল সোনার

লক্ষ্মীবারেই বড়সড়  চমক সোনার দামে। এপ্রিলের শুরুতেই একধাক্কায় কমল সোনার দাম। আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনার। দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। প্রতি গ্রামে আরও সস্তা হয়েছে সোনার দাম। লক্ষ্মীবারে সোনার দাম কমা মানেই সোনায় সোহাগা ব্যাপার। জেনে নিন আজকের দর।
 

Riya Das | Published : Apr 2, 2020 4:22 AM IST

110
লক্ষ্মীবারেই বড় চমক, এপ্রিলের শুরুতেই একধাক্কায় দাম কমল সোনার
সোনা নিয়ে এমনিতেই চিন্তার শেষ নেই বাঙালিদের। কয়েক মাস ধরেই সোনার দাম উর্ধ্বমুখী। একলাফে বাড়ছে তো আবার কমছে। এই নিয়ে নাজহাল মধ্যবিত্ত।
210
এপ্রিলের শুরুতে লক্ষ্মীবারেই একধাক্কায় কমল সোনার দাম।
310
মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।
410
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪০,৪৯০ টাকা।
510
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৩,১২৫ টাকা।
610
কয়েকদিন আগেই আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম। তবে দামের পতনের কারণে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই লাভবান হচ্ছেন।
710
লক্ষ্মীবারের দিন সকাল বেলাতেই ক্রেতা , বিক্রেতা সকলের জন্যই খুশির খবর শোনাল সোনার বাজার।
810
আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে।
910
তবে আরও কদিন পরই বৈশাখ মাস।যারা এই মাসে বিয়ে করতে চলেছেন তাদের জন্য কিন্তু সুখবর।
1010
বিয়ের মরশুম যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হয়েছে মধ্যবিওদের।
Share this Photo Gallery
click me!
Recommended Photos