ফের বড় ধাক্কা, একলাফে বাড়ল সোনা ও রূপোর দাম, ২২ ও ২৪ ক্যারেটের দর কোথায় ঠেকল

Published : Aug 24, 2021, 02:16 PM IST

বেশ  কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার।  ফের উর্ধ্বমুখী সোনার দাম। সপ্তাহের শুরুতেই চড়চড়িয়ে বাড়ল ১০ গ্রাম সোনার দাম। গত  কয়েকদিনে সোনার দাম কমায় মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছিল। কিন্তু ফের দাম বাড়ল সোনার। তবে ফের কয়েকদিনের মধ্যে একলাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম।

PREV
17
ফের বড় ধাক্কা, একলাফে বাড়ল সোনা ও রূপোর দাম, ২২ ও ২৪ ক্যারেটের দর কোথায় ঠেকল


চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। তবে গত বছরের সর্বোচ্চ রেকর্ড দরের চেয়ে এই বছর সোনার দাম প্রায় ৮০০০ টাকা সস্তা।  
 

27


গত বছর আগস্টে সোনার দাম ছিল ৫৬, ২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এমসিএক্স  সূচক অনুযায়ী সোনার দাম বর্তমানে ৪৮,২৭৮ টাকা ট্রেন্ড করছে, যা রেকর্ড দামের চেয়ে অনেকটাই সস্তা।
 

37

  ফের উর্ধ্বমুখী সোনার দাম। সপ্তাহের শুরুতেই চড়চড়িয়ে বাড়ল ১০ গ্রাম সোনার দাম। গত  কয়েকদিনে সোনার দাম কমায় মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছিল। কিন্তু ফের দাম বাড়ল সোনার। 

47


তবে ফের কয়েকদিনের মধ্যে একলাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম। এবং সোনার দাম বাড়তে  থাকায় এবার বিনিয়োগ করা যাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
 

57


বিশ্ব বাজারে কমেছে দর। সেই রেশ ধরেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মালিক থেকে মধ্যবিত্তের।
 

67


২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৭১০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৪১০ টাকা।

77


 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম বেড়েছে রূপোরও। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬২,৮০০  টাকা। 

click me!

Recommended Stories