হোলির আগেই একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন।
সপ্তাহের শুরুতে একধাক্কায় দাম কমল সোনার। হোলির আগেই মধ্যবিত্তের সোনায় সোহাগা। সাধারণ মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার।
একধাক্কায় ৪৫ হাজারের অনেকটাই নিচে নেমেছে সোনার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রূপোর দর।
একাধিক আর্কষণীয় অফারও দিচ্ছে গয়নার দোকানগুলিতে। হোলির আগেই বাম্পার ধামাকা অফার নিতে দোকানে ভিড় বাড়ছে সাধারণ মানুষের।
এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ কমেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৪,৫৪০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,২১০ টাকা।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রুপোর আজকের দাম ৬৬,৫৬২ টাকা।
তবে এটাই কি মোক্ষম সময় সোনা কেনার। বিশেষজ্ঞরা মনে করছেন,আগামী দিনেও সোনার দাম আরও কমবে।
Riya Das