দেশে জুড়ে একটানা লকডাউন। শুরু হল লকডাউনের চতুর্থ পর্ব। আর এই মারণ ভাইরাসের জেরে বড় সড় ধাক্কা পড়েছে অর্থনীতির উপর। দেশজোড়া লকডাউনে মধ্যেই তাই ওঠা-নামা করছে সোনার দাম। আজ আবারও একধাক্কায় কিছুটা কমেছে সোমার দাম। করোনা আতঙ্কের মধ্যে থাকলেও দেশের সমস্ত মেট্রো শহর-সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। তবে শুধু সোনাই নয়, রূপোর দামও অনেকটাই সস্তা হয়েছে। জেনে নিন আজকের দর।
করোনা ভাইরাসের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এই কারণে এক ভারী আর্থিক পতনের সম্ভাবনার দুঃশ্চিন্তা দেখা গিয়েছে। বিনিয়োগকারীরা তাদের অর্থ অন্য খাতে না দিয়ে করে সোনায় বিনিয়োগ করছে।