১৬৭ টাকা ইনভেস্ট করেই হয়ে যেতে পারেন কোটিপতি, দুর্দান্ত সুযোগ কীভাবে পাবেন জানুন এক ক্লিকে

Published : Apr 28, 2021, 02:25 PM IST

কোটিপতি হওয়ার জন্য অনেকেই অনেক জায়গায় ইনভেস্ট করে থাকেন। কিন্তু শেষমেষ সেখান থেকে কোনও লাভের লাভ হয় না। কিন্তু সামান্য টাকা ইনভেস্ট করলেই যদি আপনি কোটিপতি হয়ে যায়, তাহলে সেই সুযোগ কে হাতছাড়া করতে চায়। এবার প্রতিদিন মাত্র ১৬৭ টাকা বিনিয়োগ করলেই আপনি হয়ে যাবেন কোটিপতি। কিন্তু কীভাবে সম্ভব, জানলে অবাক হবেন।  

PREV
17
১৬৭ টাকা ইনভেস্ট করেই হয়ে যেতে পারেন কোটিপতি, দুর্দান্ত সুযোগ কীভাবে পাবেন জানুন এক ক্লিকে

মিউচ্যুয়াল ফান্ডের এসআইপি-র মাধ্যমে আপনি কোটিপতি হতে পারবেন । এবং আপনার বহুদিনের স্বপ্নকেও বাস্তবায়িত করতে পারবেন। 

27

এসআইপি-তে অনেক লং টার্মের ইনভেস্ট করার সুবিধা রয়েছে। এর মূল কারণই হল এর মাধ্যমে কম্পাউন্ডিংয়ের সুবিধা পাবেন আপনি। 

37

দীর্ঘ সময়ের জন্য ১৫ থেকে ২০ বছরের জন্য ইনভেস্ট করলে শেষের দিকে  কম্পাউন্ডিংয়ের অ্যামাউন্ট বেড়ে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায় ৷

47

তবে এসআইপি-তে ইনভেস্ট করলে যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইনভেস্ট করে যেতেই হবে এটা কিন্তু কখনওই বাধ্যতামূলক নয়  ৷ আপনি আপনার সময়মতো ইনভেস্টমেন্ট বন্ধ করে দিতে পারবেন ৷

57

তবে এসআইপি-তে ইনভেস্ট করলে যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইনভেস্ট করে যেতেই হবে এটা কিন্তু কখনওই বাধ্যতামূলক নয়  ৷ আপনি আপনার সময়মতো ইনভেস্টমেন্ট বন্ধ করে দিতে পারবেন ৷

67

শুধু তাই নয়, ৩০ বছরে আপনি ১.৮ কোটি এবং ৩৫ বছরে ৩.২৪ কোটি টাকার মালিক হতে পারবেন ৷ 

77

সুতরাং, প্রতিদিন যদি এই সামান্য টাকা করে জমানো যায়, তাহলেই ৩০ বছর পরেই আপনি কোটি টাকার মালিক হতে পারবেন।
 

click me!

Recommended Stories