ধনতেরাসে বিপুল ছাড় মিলছে সোনায়, আকর্ষণীয় অফার হিরের গয়নাতেও

Published : Nov 03, 2020, 08:26 PM IST

দীপাবলির বাম্পার ধামাকা। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের নয়া চমক সোনার গয়নায়। পুজোর মরশুমে দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে শগুন অফার নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। দীপাবলি উপলক্ষ্যে মেগা অফার নিয়ে হাজির জুয়েলারি শপ। কী কী  রয়েছে এই অফারে, এবং কীসে মিলছে বিশেষ ছাড়, জেনে নিন বিশদে।  

PREV
18
ধনতেরাসে বিপুল ছাড় মিলছে সোনায়, আকর্ষণীয় অফার হিরের গয়নাতেও

দুর্গাপুজো শেষ হতে না হতেই কালীপুজো প্রায় দোরগোড়ায় চলে এসেছে।  আর কালীপুজো আসা মানেই ধনতেরাস।

28

দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে বিপুল অফার নিয়ে হাজির জুয়েলারি সংস্থা  সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। 

38

এই ধনতেরাস এবং দিওয়ালি হল আনন্দ করার সময়।  সোনা কেনার পক্ষে আদর্শ। ধনতেরাস উপলক্ষেই মেগা অফার নিয়ে হাজির জুয়েলারি সংস্থা।
 

48

তবে শুধু সোনাই নয়, হিরের গয়নাতেও মিলছে আকর্ষণীয় ছাড়া। মাত্র ২০০০ টাকার বেশি মূল্যের হিরের গয়না কিনলেই মিলবে সুদবিহীন ইএমআই এবং বিনামূল্যে মিলবে বিমার সুবিধা।

58

নূন্যতম ৫০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত গয়না পাওয়া যাবে এক স্টোরে। 

68

ক্রেতাদের কাছ থেকে কোনও সুদ ও প্রসেসিং চার্জ নেওয়া হবে না।  

78

সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত এই মেগা অফার পাবেন গ্রাহকেরা।

88


প্রতি ১০ গ্রাম সোনার গয়নায় ৩০০০ টাকা ছাড় ও হীরের গয়নায় ২৫ শতাংশ ছাড়, প্ল্যাটিনামের গয়নায় ২০ শতাংশ ছাড় এবং গসিপ কালেকশনে ১৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা।

click me!

Recommended Stories