একধাক্কায় রান্নার গ্যাস বাড়ছে তো আবার কমছে এই নিয়েই নাজেহাল মধ্যবিত্ত। করোনার মহাসঙ্কট, তার উপর আবার লকডাউনে ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। গত ২ মাসেই একটানা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। জুন-জুলাই মাসে রান্নার গ্যাসের দাম বাড়লেও এই মাসে কিছুটা কমবে বলে আঁচ করেছিল মধ্যবিত্ত। কিন্তু দাম কমার পরিবর্তে আগস্টের শুরুতেই ফের উর্ধ্বমুখী রান্নার গ্যাস।