এবার হোয়াটস অ্যাপেই বুকিং করতে পারবেন LPG গ্যাস সিলিন্ডার, জানুন কীভাবে

রান্নার গ্যাস নিয়ে বড় খবর গ্রাহকদের জন্য। বদলে গেল সিলিন্ডার বুকিংয়ের পদ্ধতি। পুরোনো নম্বর আর নয়, এবার থেকে জারি হল নয়া নম্বর। বিল পেমেন্ট থেকে জিনিস কেনা সমস্ত কিছুই সম্ভব এখন অনলাইনে। লকডাউনে  বাড়ি বসেই অনলাইনেই নিজের প্রয়োজনীয়  কাজ সেরে নিচ্ছেন সকলেই। একটা মাত্র ক্লিকেই সমস্ত কাজ সম্ভব হচ্ছে। এবার হোয়াটসঅ্যাপের এক ম্যাসেজেই বুকিং করতে পারবেন আপনার অতি  প্রয়োজনীয় রান্নার গ্যাস। কিন্তু কীভাবে করবেন, জেনে নিন বিস্তারিত।
 

Riya Das | Published : Oct 28, 2020 2:21 PM / Updated: Oct 28 2020, 02:25 PM IST
18
এবার হোয়াটস অ্যাপেই বুকিং করতে পারবেন LPG গ্যাস সিলিন্ডার, জানুন কীভাবে

এবার রান্নার গ্যাস বুকিংয়ের জন্যও আর কোনও ঝক্কি পোহাতে হবে না। হোয়াটসঅ্যাপ থাকলেই একাধিক কাজ নিমেষে করা সম্ভব হচ্ছে। যেমন এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই গ্যাসের বুকিং সেরে ফেলতে পারবেন।

28

বর্তমানে সমস্ত কাজই অনলাইনেই চলছে। যে কোনও বিল পেমেন্ট থেকে নিজের প্রয়োজনীয় জিনিস কেনা সবকিছুই এখন অনলাইনে চলছে।

38

ইনডেন গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আর রেজিস্টার্ড নম্বরে ফোন করতে হবে না। একটা মেসেজ করলেই গ্যাস বুকিং হয়ে যাবে।

48


এই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে তেল সংস্থার পক্ষ থেকে একটি নম্বর বার করা হয়েছে। সেই নম্বর শুধু রিফিল লিখে ম্যাসেজ করে পাঠিয়ে দিলেই আপনার গ্যাস আপনা আপনি বুকিং হয়ে যাবে।

58


হোয়াটসঅ্যাপে বুকিং করা মানেই যে কোনও নাম্বার থেকে ম্যাসেজ করলেন আর গ্যাস বুকিং হয়ে গেল তেমনটা কিন্তু হয়। আপনার যেই নম্বরটি গ্যাস অফিসে রেজিস্টার করা নম্বর থেকেই মেসেজ পাঠাতে হয়।

68

তবে আপনার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে আপনার বৈধ নম্বর থেকেই আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। 

78

তবে শুধু গ্যাস বুকিং নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিজের গ্যাসের স্ট্যাটাসও জানতে পারবেন। 

88

গ্যাসের স্ট্যাটাস জানতেই রেজিস্টার করা মোবাইল থেকে স্ট্যাটাস লিখে ম্যাসেজ পাঠালেই আপনি নিজের স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos