একবার ইনভেস্ট করলেই সারা বছর করবেন বিপুল আয়, বড় ঘোষণা এই সরকারি সংস্থার

Published : Oct 22, 2020, 04:43 PM ISTUpdated : Oct 22, 2020, 04:44 PM IST

দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। লকডাউনের মধ্যেই খুশির খবর নিয়ে হাজির এলআইসি। মাত্র একবার টাকা ইনভেস্ট করলেই সারাজীবন মিলবে বিশেষ সুবিধা। গ্রাহকদের জন্য মাঝে মধ্যেই নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হয় এলআইসি ৷ এবারও গ্রাহকদের জন্য নিউ জীবন শান্তি ডিফার্ড অ্যানিউটি নিয়ে এল এলআইসি। সকল গ্রাহকদের কথা ভেবেই এমন আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি,কী কী সুবিধা মিলবে এই স্কিমে, জেনে নিন বিশদে।  

PREV
19
একবার ইনভেস্ট করলেই সারা বছর করবেন বিপুল আয়, বড় ঘোষণা এই সরকারি সংস্থার


 ২১ অক্টোবর ২০২০ থেকে এই প্ল্যান অফলাইন ও অনলাইন দুভাবেই কিনতে পারবেন গ্রাহকরা ৷ 

29

এটি একটি নন-লিঙ্কড, নন পার্টিসিপেটিং, সিঙ্গল প্রিমিয়াম, ডিফার্ড অ্যানিউটি প্ল্যান ৷
 

39

 এলআইসি-র এই জীবন শান্তি প্ল্যানে গ্রাহকরা লোনের বিশেষ সুবিধা পেয়ে যাবেন ৷
 

49

  সিঙ্গল লাইফের জন্য ডিফার্ড অ্যানিউটি রয়েছে এলআইসি-র এই প্ল্যানে ৷ এই অপশনে ডিফার্রমেন্টের পর অ্যানিউটি পেমেন্ট সারাজীবন পাবেন গ্রাহকেরা। যিনি অ্যানিউটি পাচ্ছেন তার মৃত্যু হলে নমিনি এর বিশেষ সুবিধা পাবেন ৷
 

59

সিঙ্গল ছাড়াও জয়েন্ট লাইফের জন্য ডিফার্ড অ্যানিউটি করাতে পারবেন এবং অ্যানিউটি পেমেন্ট ততদিন জারি থাকবে যতদিন প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি জীবিত থাকবেন৷

69

 ডিফার্মেন্টের সময়ের মধ্যেই যদি  দুজনের মৃত্যু হলে তাহলে নমিনি সুবিধা পাবেন ৷ জয়েন্ট লাইফ অ্যানিউটি পরিবারের দুজনের মধ্যে নিতে পারেন ৷

79

এলআইসি-র  প্ল্যান কেনার জন্য ন্যূনতম দেড় লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ তারপর থেকেই বার্ষিক , ৬ মাস, ৩ মাস কিংবা মান্থলি স্কিমে অ্যানিউটি কিনতে পারবেন ৷

89

 এই প্ল্যানে বছরে ন্যূনতম ১২,০০০ টাকা আয় করতে পারবেন ৷ এবং সর্বোচ্চর কোনও সীমা নেই ৷

99

৩০ থেকে ৭৯ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এলআইসি-র জীবন শান্তি  প্ল্যান কিনতে পারবেন ৷ 
 

click me!

Recommended Stories