এবার থেকে ব্যাঙ্কে টাকা তুললে ও জমা দিলেই অতিরিক্ত চার্জ, নভেম্বর থেকেই চালু নিয়ম
ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা ও জমা দেওয়া এখনও করে থাকেন বহু মানুষ। এখনও অনেকেই আছেন যাঁরা এটিএম-এর ব্যবহার জানেন না বা সেভাবে এটিএম ব্যবহার করেন না, এবার তাঁদের সতর্ক হওয়ার পালা। সম্প্রতি এমনই নিয়ম চালু হলো ব্যাঙ্ক অব বরোদায়।
ব্যাঙ্কে গিয়ে টাকা তুললে বা জমা করলেই এবার দিতে হবে অতিরিক্ত টাকা। এমনই নিয়ম এবার চালু করল ব্যাঙ্ক অব বরোদা।
১ নভেম্বর থেকেই চালু হয়েছে এই নিয়ম। যেখানে স্পষ্ট বলা আছে, যে ব্যাঙ্কে গিয়ে তিন বারের বেশি টাকা তুললে বা জমা দিলেই দিতে হবে টাকা।
তিনবারের পর জমা দিতে আসলেই দিতে হবে ৪০ টাকা করে। তাই তিনবারের বেশি লেনদেনের ক্ষেত্রে এবার থেকে সতর্ক থাকুন।
পাশাপাশি কোপ বসানো হয়েছে লোন অ্যাকাউন্টের ক্ষেত্রেও। সেখানেও তিন বারের বেশি টাকা লেনদেন করলেন দিতে হবে অতিরিক্ত ১৫০ টাকা।
আবার টাকা তোলার ক্ষেত্রেও একই নিয়ম। তিন বারের বেশি ব্যাঙ্কে গিয়ে টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ১০০ টাকা করে চার্জ।
তবে জনধন অ্যাকাউন্ট যাঁদের আছে, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম লাঘু হবে না। সেই অ্যাকাউন্ট থেকে যতবার খুশি টাকা তোলা বা জমা দেওয়া যাবে।
সিনিয়ার সিটিজেনদের জন্য থাকছে না কোনও বিশেষ ছাড়। তাঁদের ক্ষেত্রেও এই একই নিয়ম বরাদ্দ করা হয়েছে। কেবল ব্যাঙ্ক অব বরোদা নয়, আরও অনেক ব্যাঙ্কই এমনই পরিকল্পনা করছে।