ই-কর্মাস কোম্পানীদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম চালু হচ্ছে। তারা যে পণ্য তৈরি করছে তা কোথা তৈরি হবে তা জানাতে হবে এবার থেকে। এবং বর্তমানে এই সমস্ত প্ল্যাটফর্মে স্থানীয় প্রোডাক্ট বেশি প্রমোট করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মিন্ত্রা, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এই তথ্য দেওয়া শুরু করে দিয়েছে৷