সত্যি এত বড়! এবার ধোনি নয়, রেকর্ড করল তাঁর প্রতিকৃতি - দেখুন সেই ছবি

Published : Jul 05, 2019, 08:30 PM IST

সময়টা মোটেই ভাল যাচ্ছে না এমএস ধোনির। দেশে, দেশের বাইরে তাঁর ব্য়াটিং-এর সমালোচনা চলছে। তাঁর অবসর নিয়েও চলছে জোর জল্পনা। তার মধ্যেই আগামী ৭ জুলাই তাঁর জন্মদিন আসছে। আর ৩৮তম জন্মদিনে দেশ থেকে এক অনন্য উপহার পেতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বিশ্বের বিভিন্ন রেকর্ড তাঁর দখলে। এবার তাঁর একটি প্রতিকৃতি বিশ্বরেকর্ড করতে চলেছে।  

PREV
14
সত্যি এত বড়! এবার ধোনি নয়, রেকর্ড করল তাঁর প্রতিকৃতি - দেখুন সেই ছবি
মহেন্দ্র সিং ধোনির বিশ্বের সবচেয়ে বড় চেস মোজাইক পোট্রেট গড়ছেন এর আগে বড় বড় প্রতিকৃতি তৈরি করে রেকর্ড করা শিল্পী আবাসাহেব শেওয়ালে।
24
২০ ফুট বাই ৩০ ফুট আকারের পোট্রেটটি তৈরির জন্য ১.৪১ লক্ষ দাবার গুটি।
34
মুম্বইয়ের থানের একটি মলে গড়ে তোলা হচ্ছে এই প্রতিকৃতি। তৈরি হলে যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নথিভুক্ত করা হবে।
44
এর আগে অমিতাভ বচ্চন ও বিরাট কোহলির মোজাইক পোট্রপেট গড়ার জন্য রেকর্ড গড়েছিলেন আবাসাহেব। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের কাহিনি থেকে ভারত অধিনায়ক হিসেবে তাঁর কীর্তি - ধোনি সবার কাছে অনুপ্রেরণা। তাঁর জন্মদিনে দেশের তরফ থেকে তাঁকে উপহার হিসেবেই তিনি এই প্রতিকৃতি গড়ছেন।
click me!

Recommended Stories