এই সেউ মুহূর্ত ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনাল। জাদেজাকে সঙ্গে নিয়ে হারা ম্যাচ জয়ের দোরগোরায় নিয়ে গিয়েছিলেন ধোনি। কিন্তু জাদেজা আউট হওয়ার পর ওকা টানলেও, শেষমুহূর্তে রান আউট হন ধোনি। ধোনির কেরিয়ারে এটিই ছিল শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ধোনির অবসর ঘোষণার পর অদ্ভুত সমাপতন ঘটল ধোনির কেরিয়ারেরে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে জীবনের প্রথম ওয়ান ডে ম্যাচে রান আউট হয়েছিলেন ধোনি। আর জীবনের শেষ ম্যাচেও রান আউটই হেয়ছিলেন ধোনি।