ফের নগ্ন হতে চান পুনম পাণ্ডে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বিতর্কিত মন্তব্য বলি ডিভার

বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই সংবাদ শিরোনামে থাকেন বলিউডের সুপার হট অ্যান্ড সেক্সি অভিনেত্রী পুণম পাণ্ডে। এবার ভারত-বনাম নিউজিল্যান্ড ফাইনালকে ঘিরেও বিতর্কিত মন্তব্য করলেন বলি ডিভা। যা নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে।
 

Sudip Paul | Published : Jun 22, 2021 2:57 PM / Updated: Jun 22 2021, 05:04 PM IST
110
ফের নগ্ন হতে চান পুনম পাণ্ডে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বিতর্কিত মন্তব্য বলি ডিভার

বলিউড অভিনেত্রী পুণম পাণ্ডে ও বিতর্ক একে অপরের পরিপূরক। একাধিক বার নিজের আলটপকা মন্ততব্যের জেরে বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।

210

এবার ভারত বনাম নিউজিল্যান্ডের চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন বলি ডিভা।
 

310

২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল চলাকালীন পুনম পাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা ঘিরে কম শোরগোল হয়নি।
 

410

টিম ইন্ডিয়াকে চিয়ার করতে গিয়ে পুনম পান্ডে বলেছিলেন, যদি ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ জয় করতে পারেন, তাহলে তিনি প্রকাশ্যে নগ্ন হব।
 

510

যদিও পরবর্তীকালে পুনম জানিয়েছিলেন, বিসিসিআই নাকি তাঁকে এমন কাজ করার অনুমতি দেয়নি।
 

610

এবার ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও ফের নগ্ন হওয়ার পুরোনো বিতর্ক উস্কে দিলেন পুনম পাণ্ডে।
 

710

সাংবাদিকরা যখন তাঁকে এই ম্যাচের বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন, ‘এবার সত্যিকারের ক্রিকেট চলছে। কিন্তু, আপানারা কী চাইছেন আমি আবারও নগ্ন হই?’

810

পুনমের কথার মধ্যে কিছুটা বাধা দিয়েই তাঁর স্বামী স্যাম যোগ করেন, ‘আমি আবারও স্ট্রিপ হওয়ার জন্য প্রস্তুত।’ 

910

জবাবে পুনম বলেন, ‘তুমি স্ট্রিপ করতে চাইছ? এমনটা ভুলেও করো না। ভারত তাহলে হেরে যাবে।’ 
 

1010

ফলে বৃষ্টি ভেজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আবহাওয়া কিছুটা গরম করল পুনম পাণ্ডের এই মন্তব্য।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos