ধোনির এই ফার্ম হাউস দীর্ঘ দিন ধরে ঘুড়ে দেখার ইচ্ছে ছিল সকলের মধ্যে। অবশেষে দোল উপলক্ষ্যে সকলের জন্য সেই ব্যবস্থা করে দিলেন মাহি। ফার্মহাউসেই এবার যে কেউ প্রবেশ করতে পারবেন হোলি উপলক্ষ্যে। ১৯ মার্চ পর্যন্ত খোলা থাকবে ফার্ম হাউস। সেখানে গিয়ে যে কেউ জৈবজাত সবজিও কিনতে পারবেন। ২৫০ গ্রামের স্ট্রবেরি প্যাকেটের দাম রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। ধোনির ফার্মহাউসে স্ট্রবেরির সঙ্গেই পেঁপে, পিয়ারা তরমুজ, মটরশুঁটি, ক্যাপসিকাম, মাছ এবং গম চাষ করা হয়।