৮ দলের তহবিলে রয়েছে কত টাকা, প্রতি দলে শূন্য পদ কত, জানুন আইপিএল নিলামের বিস্তারিত তথ্য

১৮ তারিখ চেন্নাইতে বসতে চলেছে ২০২১ সালে ১৪ তম আইপিএলের মিনি নিলামের আসর। নিলামের আগেই ট্রান্সফার উইন্ডোতে কয়েকটি দল প্লেয়ার আদান-প্রদান করেছে। একাধিক প্লেয়ারকে রিলিজ করে নিজেদের তহবিলের পরিমাণও বাড়িয়েছে সব দল। মিনি নিলামে অংশ নেওয়ার আগে দেখে নেওয়া যাক আট ফ্র্যাঞ্চাইজি দলের তহবিলে রয়েছে কত টাকা? আর কত জন করে বিদেশি ও ভারতীয় প্লেয়ারকে দলে নিতে পারবে দলগুলি।
 

Sudip Paul | Published : Feb 17, 2021 5:43 AM IST
18
৮ দলের তহবিলে রয়েছে কত টাকা, প্রতি দলে শূন্য পদ কত, জানুন আইপিএল নিলামের বিস্তারিত তথ্য

কিংস ইলেভেন পঞ্জাব-
আইপিএল নিলামে অংশ নেওয়ার আগে সব থেকে বেশি টাকা রয়েছে কেএল রাহুলের কিংস ইলেভেন পঞ্জাবের হাতে।  গ্লেন ম্যাক্সওয়েল, মুজিব উর রহমান, কটরেল, নিশাম, করুণ নায়ারদের নিলামের আগেই ছেড়ে দিয়েছে প্রীতি জিনতার দল। ৫৩.২০ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব। তারা ৪ জন ভারতীয় ও ৫ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে।
 

28

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-
মোট ৩৫.৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে অংশ নিতে চলেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিলামের আগেই অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, মঈন আলি, ইসুরু উদানাদের মতো আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি উমেশ যাদব, শিবম দুবেদের ছেড়ে দিয়েছে আরসিবি।  ৯ জন ভারতীয় ও ৪ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে কোহিল দল।  

38

রাজস্থান রয়্যালস-
নিলামের আগে দলের অঘিনায়ক স্টিভ স্মিথকে ছেড়ে দিয়ে চমক দিয়েছিল রাজস্থান রয়্যালস। একইসঙ্গে  টম কারান, ওশান থমাসের মতো অন্তর্জাতিক তারকাদেরও রিলিজ করেছে রয়্যালসরা। নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে সঞ্জু স্যামসনকে। ৫ জন ঘরোয়া ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৩৪ কোটি ৮৫ লক্ষ টাকা।
 

48

চেন্নাই সুপার কিংস-
এমএস ধোনির চেন্নাই সুপার কিংস দলেও এবার আসতে চলেছে একাধিক নতুন মুখ। হরভজন সিং, কেদার যাদব, পীযূষ চাওলা, মুরলী বিজয়দের মতো ভারতীয় তারকাদের ছেড়ে দিয়েছে সিএসকে। নিলামে ৬ জন ঘরোয়া ও ১ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে ধোনির দল। তাদের হাতে রয়েছে ২২ কোটি ৯০ লক্ষ টাকা।
 

58

মুম্বই ইন্ডিয়ান্স-
১৫.৩৫ কোটি টাকা নিয়ে এবারের নিলামে অংশ নেবে গতবারের তথা সর্বাধিকক ৫ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। মোটামুটি দলের নিউক্লিয়াসকে ধরে রেখেছে রোহিত শর্মার দল। তবে লসিথ মালিঙ্গা, কুল্টার-নাইল, প্যাটিনসন, ম্যাকক্লেনাঘানের মতো আন্তর্জাতিক তারকাদের ছেড়ে দিয়ে মুম্বই। তারা দলে নিতে পারবে ৩ জন ভারতীয় ও ৪ জন বিদেশি ক্রিকেটারকে।
 

68

দিল্লি ক্যাপিটালস-
মোহিত শর্মা, তুষার দেশপান্ডে, কেমো পল, সন্দীপ লামিছানে, অ্যালেক্স ক্যারি, জেসন রয়দের মত তারকাদের নিলামের আগেই রিলিজ দিয়েছে গত মরসুমের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস।  ৪ জন ভারতীয় ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা। হাতে রয়েছে সব থেকে কম ৯ কোটি টাকা নিয়ে।
 

 

78

কলকাতা নাইট রাইডার্স-
নিলামে অংশ নেওয়ার আগে খুব একটা বেশি অর্থ হাতে নেই কলকাতা নাইটরাইডার্সের। ১০.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নেবে কিং খানের দল। ইতিমধ্যেই টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধার্থ এম, সিদ্ধেশ লাডদের ছেড়ে দিয়েছে কেকেআর। তারা দলে নিতে পারবে ৬ জন ঘরোয়া ও ২ জন বিদেশি ক্রিকেটারকে।

88

সানরাইজার্স হায়দরাবাদ-
সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্টানলেক, ফ্যাবিয়ান অ্যালেন, ইয়ারা পৃথ্বীরাজকে ছেড়ে দিলেও, প্রধান দলকে প্রায় ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা দলে নিতে পারবে ২ জন ঘরোয়া ও ১ জন বিদেশি ক্রিকেটারকে। ১০.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নেবে ডেভিড ওয়ার্নারের দল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos