দিল্লি ক্যাপিটালস-
মোহিত শর্মা, তুষার দেশপান্ডে, কেমো পল, সন্দীপ লামিছানে, অ্যালেক্স ক্যারি, জেসন রয়দের মত তারকাদের নিলামের আগেই রিলিজ দিয়েছে গত মরসুমের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস। ৪ জন ভারতীয় ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা। হাতে রয়েছে সব থেকে কম ৯ কোটি টাকা নিয়ে।