৯. এখনও পর্যন্ত ইংল্যান্ডে তিনবার (১৯৭৩, ১৯৯৩ ও ২০১৭), ভারতে তিনবার (১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩), অস্ট্রেলিয়ায় দু'বার (১৯৮৮ ও ২০০৯), দক্ষিণ আফ্রিকায় একবার (২০০৫) এবং নিউজিল্যান্ডে দু'বার (১৯৮২ ও ২০০০) মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এবার মেয়েদের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে নিউজিল্যান্ডে। সুতরাং, এই নিয়ে নিউজিল্যান্ডে মোট তিনবার বসতে চলেছে মেয়েদের বিশ্বকাপের আসর।