নেই বিরাট-পন্থ-রাহুল, চোটগ্রস্ত একাধিক প্লেয়ার, দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

Published : Feb 24, 2022, 01:49 PM IST

ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) প্রথম টি২০ (T20)ম্য়াচ। জয় দিয়ে সিরিজ শুরুর করার বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) । অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত দাসুন শানাকার (Dasun Shanaka) দল।  বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুল (KL Rahul), ঋষভ পন্থদের (Rishabh Pant) না থাকা, সিরিজ শুরুর আগে দীপক চাহার (Deepak Chahar), সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)চোটের কারণে ছিটকে যাওয়া, ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ  (Probable Playing 11) ।  

PREV
111
নেই বিরাট-পন্থ-রাহুল, চোটগ্রস্ত একাধিক প্লেয়ার, দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা-
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ব্য়াট হাতে বড় দায়িত্ব নিতে হবে রোহিত শর্মাকে। কারণ দলে একাধিক তারকা ক্রিকেটার না থাকার কারণে ব্য়াটিং লাইনআপ একটু হলেও দুর্বল হয়েছে। তাই অধিনায়ক হিসেবে দলকে জেতানোর পাশাপাশি ব্য়াট হাতে বড় রান করতে মুখিয়ে রোহিত শর্মা।

211

ইশান কিশান-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্য়াট হাতে ছন্দে পাওয়া গিয়েছিল ইশান কিশানকে। ৩ ম্য়াচের মধ্যে ২টি ম্য়াচেই ব্য়াট হাতে রান পয়েছিলেন তরুণ উইকেট রক্ষক ব্য়াটসম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে নিজেরে আরও একবার প্রমাণ করতে মরিয়া ইশান কিশান।

311

শ্রেয়স আইয়র-
ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে টি২০ সিরিজে তৃতীয় ম্য়াচে সুযোগ পেয়েছিলেন মিডল অর্ডার ব্য়াটসম্যান শ্রেয়স আইয়র। ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সূর্যকুমার যাদব না থাকায়, শ্রেয়স প্রথম এগারোতে থাকা নিশ্চিৎ।
 

411

দীপক হুডা-
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে থাকতে পারেন  পাওয়ার-হিটার দীপক হুডা।  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মার প্রথম একাদশে তার পাওয়ার-হিটিং দক্ষতার সাথে অফ-স্পিন বোলিং প্রয়োজন হতে পারে।

511

ভেঙ্কটেশ আইয়র-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে অনবদ্য ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়র। তিন ম্য়াচে প্রতিটিতেই বিধ্বংসী ব্য়াটিং করে ধারাবাহিকভাবে রান করেছেন। তৃতীয় ম্য়াচে বল হাতেও নিয়েছেন ২ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজেও দলের বড় ভরসা তিনি।
 

611

রবীন্দ্র জাদেজা-
চোট সারিয়ে দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরেছেন তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। দলে ফিরেই প্রথম একাদশে তার জায়গা পাকা বলেই মনে করা হচ্ছে। ব্য়াট-বল-ফিল্ডিং তিন বিভাগেই ফের নিজের সেরাটা দিতে মুখিয়ে জাড্ডু।

711

ভুবনেশ্বর কুমার-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে প্রথম দুটি ম্য়াচে অনবদ্য বোলিং করেছেন অভিজ্ঞ মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। শেষ ম্য়াচে বিশ্রামে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে দীপক চাহার না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে ভুবিকে।

811

জসপ্রীত বুমরা-
বিশ্রামের পর শ্রীলঙ্কা সিরিজ থেকে জাতীয় দলে ফিরথেন তারকা পেসার জসপ্রীত বুমরা। এই সিরিজে দলের সহ অধিনায়কও নির্বাচিত হয়ছেন তিনি। দলে দীপক চাহার না থাকায় পেস অ্যাটাককে নেতত্বও দেবেন জসপ্রীত বুমরা।

911

হার্শল প্যাটেল-
ভারতীয় দলের পেস অ্যাটাকে তৃতীয় পেসার হিসেবে খেলবেন হার্শল প্যাটেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্য়াচে অনবদ্য বোলিং করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য হার্শল প্যাটেলের।

1011

যুজবেন্দ্র চাহল-
দলের স্পিন অ্য়াটাকের অন্যতম প্রধান অস্ত্র যুজবেন্দ্র চাহল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি২০ ম্য়াচে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যুজবেন্দ্র চাহল। ততীয় ম্য়াচে বিশ্রাম নিলও শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের একবার নিজের স্পিনের জাদু দেখা প্রস্তুত চাহল।
 

1111

রবি বিষ্ণোই-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে অভিষেক হওয়ার পরই নিজের স্পিনের ভেলকিতে বিপক্ষকে কুপকাত করার পাশাপাশি বিশেষজ্ঞদের প্রশংসা পেয়ছেন রবি বিষ্ণোই। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি২০ সিরিজেও নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য তরুণ লেগ স্পিনারের।

click me!

Recommended Stories