শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজ (India vs West Indies ODI Series 2022) । এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার উপর ঘোষিত দলেও রয়েছে চোট সমস্যা। তাই পোর্ট অফ স্পেনে প্রথম একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। দেখে নিন শিখর ধওয়ানের (Shikhar Dhawan) দলের সম্ভাব্য একাদশ (Probable 11) ।
শিখর ধওয়ান-
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেও বড় স্কোর করতে পারেননি শিখর ধওয়ান। সর্বোচ্চ স্কোর ছিল ৩১। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ের দায়িচ্ব সামলানোর পাশাপাশি শিখর ধওয়ানের উপর রয়েছে অধিনায়কত্বের চাপও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় গব্বর।
211
ইশান কিশান-
ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচের পর আর মাঠে নামা হয়নি ভারতীয় দলের তরুণ ওপেনার ইশান কিশানের। তবে ওপেন করতে নেমে সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছেন ইশান। ক্যারিবিয়ান সফরে ৫০ ওভারের ক্রিকেটেও ওপেনিংয়ে বড় রান করতে মুখিয়ে রয়েছেন তিনি।
311
দীপক হুডা-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিলেন ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান দীপক হুডা। তবে সেখানে ওপেন করেছিলেন হুডা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিডল অর্ডারে ফিরতে পারেন তিনি। নিজেকে আরও একবার প্রমাণ করাই লক্ষ্য হুডার।
411
শ্রেয়স আইয়র-
বেশ কিছু দিন ধরেই ব্য়াট হাতে নিজের চেনা ছন্দে নেই ভারতীয় দলের তারা মিডল অর্ডার ব্যাটসম্য়ান শ্রেয়স আইয়র। তাই দলে নিজের জায়গায় ধরে রাখতে হলে ক্যারিবিয়ান সফর তার কাছে বড় পরীক্ষা হতে চলেছে। রানে ফিরতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়র।
511
সূর্যকুমার যাদব-
ইংল্যান্ডের বিররুদ্ধে তৃতীয় টি২০ ম্য়াচে অনবদ্য শতরান করেছিলেন সূর্যকমার যাদব। একদিনের সিরিজে ছন্দে থাকলেও বড় রান আসেনি তার ব্যাটে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বড় রান করাই লক্ষ্য সূর্যকুমার যাদবের।
611
সঞ্জু স্যামসন-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়ায় দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলাটা পাকা সঞ্জু স্য়ামসনের। নিয়মিত সুযোগ না মিললেও সীমিত সুযোগে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান
711
অক্ষর প্যাটেল-
রবীন্দ্র জাদেজাকে এই সিরিজে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। কিন্তু হাঁটুর চোটের কারণে প্রথম একদিনের ম্য়াচে খেলতে পারবেন না তিনি। সেই জায়ায় দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে চলেছেন অক্ষর প্যাটেল।
811
মহম্মদ সিরাজ-
জসপ্রীত বুমরা, মহম্মদ শামিরা না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব বেশি মহম্মদ সিরাজের। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের সিরিজেও অনবদ্য বোলিং করেছিলেন সিরাজ। সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য।
911
প্রসিদ্ধ কৃষ্ণা-
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভালো বোলিং করলও খুব একটা উইকেট পাননি প্রসিদ্ধ কৃষ্ণা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিনিয়র পেসারদের অনুপস্থিতিতে নিজের সেরাটা দিয়ে দলতে সাফল্য এনে দিতে মরিয়া ডান হাতি তরুণ পেসার।
1011
অর্শদীপ সিং-
ভারতীয় দলের হয়ে শুরু দুরন্ত করেছেন বাঁ হাতি মিডিয়াম পেসার অর্শদিপ সিং। সেই সুবাদেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের বিরুদ্ধে দলে সুযোগ পেয়েছেন তিনি। এবার আরও একববার নিজেরে সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করাই লক্ষ্য অর্শদীপের।
1111
যুজবেন্দ্র চাহল-
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অনবদ্য বোলিং করেছছে যুজবেন্দ্র চাহল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও নিজের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তারকা লেগ স্পিনার। টি২ বিশ্বকাপের নিজের ছন্দ ধরে রাখাও লক্ষ্য চাহলের।