২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) থেকে উত্থান। আইপিএলেও (IPL) ভালো পারফর্ম করে চিনিয়েছেন নিজের জাত। ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) অভিষেক টি২০ (T20) ম্য়াচে সেরা নির্বাচিত হয়ে গড়েছেন রেকর্ড। কিন্তু একসময় ক্রিকেট খেলতে রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) করতে হয়েছিল শ্রমিকের কাজ। জানুন সেই কাহিনি।