দুজনের মধ্যে সম্পর্কের রসায়ন-
সাচি মারওয়া এও জানিয়াছেন যে নীতিশের সঙ্গে তার শোবার ঘরেও মারামারি হয় এবং মাঝে মাঝে আমরা একটা ছোট বালিশের জন্য লড়াই করি। তবে লড়াই, ঝগড়া, মারামারি যাই হোক না কেন, সকলে আমাদের সম্পর্কের এই রসায়ন খুব পছন্দ করে বলে জানিয়েছেন সাচি।