সমালোচকরা এমন বললেও,কেন পুজারাকে দলে নিয়েছে সিএসকে তা জানিয়েছে সিএসকে। চেন্নাইয়ের সিইও কেসি বিশ্বনাথন জানান, পূজারাকে দলে নেওয়ার অন্যতম তাঁর প্রতি সম্মান প্রদর্শন। কারন ভারত জাতীয় দলের জার্সিতে তাঁর যে পারফরম্যান্স সেটির স্যালুট করেছে চেন্নাই পরিবার।