আইপিএল নিলামের আগেই নাম বদল, নতুন লোগো প্রকাশ পেল প্রীতি জিন্টার দলের
আগে থেকেই জানা গিয়েছিল। এবার আইপিএল নিলামের ঠিক আগে দলের নাম বদলে ফেলল কিংস ইলেভেন পঞ্জাব। পূর্ব ঘোষণা মতই প্রীতি জিন্টার দলের নতুন নাম হল পঞ্জাব কিংস। নতুন নামে এবার ২০২১ মরসুমের আইপিএল খেলতে যাবে পঞ্জাবের দলকে।
ট্রফির খরা কাটাতে ও ভাগ্য ফেরাতে দলের নাম যে পাল্টাতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব তা আগে থেকেই জানা গিয়েছিল। আইপিএল নিলামের ঠিক আগে নতুন নামে আত্মপ্রকাশ করল প্রীতি জিন্টার দল।
তাই এবার কিংস ইলেভেন পঞ্জাবের বদলে দলের নাম পরিবর্তন করে পঞ্জাব কিংস রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দলের নতুন লোগোও শেয়ার করা হয়েছে।
একবার রানার্স ও একবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলেও, ১৩ বছরের ইতিহাসে এখনও আইপিএল ট্রফি অধরা কিংস ইলেভেন পঞ্জাবের। প্রতিবছর আশায় বুক বাঁধলেও, স্বপ্ন অধরা থেকে গিয়েছে প্রীতি জিন্টার দলের।
২০২০ আইপিএলেও প্রথম লেগে টানা হারলেও, দ্বিতীয় লেগে দুরন্ত প্রত্যাবর্তন করে কেএল রাহুলের দল। কিছু ম্যাচে অল্পের জন্য হার স্বীকার করতে হওয়ায়, ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে শেষ করে পঞ্জাবের দল।
নাম বদলে এবার ভাগ্য ফেরাতে মরিয়া পঞ্জাব। কোনও এক জ্যোতিষীর কথাতেই নাকি প্রীতি জিন্টা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কিংস ইলেভেন পঞ্জাব নাম পরিবর্তন করে ‘পঞ্জাব কিংস’ নামে আগামী আইপিএলে মরশুমে অংশ নেবে।
দলের সিইও সতীশ মেনন বলেছেন, “পঞ্জাব কিংস নামের মধ্যে আরও বেশি মাহাত্ম্য রয়েছে। আমাদের মনে হয়, নতুন ব্র্যান্ড তৈরির জন্য এটাই সঠিক সময়। নতুন নামে একটা স্বতন্ত্র পরিচিতি তৈরি হওয়ার পাশাপাশি একটা পরিবার হিসেবে দলকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এর আগেও আইপিএলের দুটি দল নাম পরিবর্তন করেছে। দিল্লি ডেয়ার ডেভিলস থেকে হয়েছে দিল্লি ক্যাপিটালস। পুণে ওয়ারিয়র্স হয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট।
আইপিএলের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে নাম পরিবর্তনের রাস্তায় হাঁটল প্রীতির পঞ্জাব। এই নাম পরিবর্তনে ভাগ্যদেবী কতটা প্রসন্ন হয়, তার উত্তর দেব ভবিষ্যৎ।