তবে অর্জুনকে দলে নেওয়ায় উঠতে শুরু করে প্রশ্ন। সচিন পুত্র বলেই কী অর্জুনকে দলে নিল মুম্বই, প্রশ্ন তোলেন অনেকেই। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন,'ওর প্রতিভার জন্যই নেওয়া হয়েছে ওকে। সচিনের নাম ওর পিছনে রয়েছে ঠিকই, তবে অর্জুনের সুবিধা যে ও বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় সচিন খুব গর্ব বোধ করবে অর্জুনের মতো বল করতে পারলে।'