৭ বছর পর ফের আইপিএলের আঙিনায় 'তেন্ডুলকর', খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলায় এবারই প্রথম আইপিএল নিলামে তার নাম তুলেছিলেন অর্জুন তেন্ডুলকর। কোন দল তাকে নেবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে প্রথমবার আইপিএল নিলামে নাম তুলেই দল পেলেন সচিন পুত্র। বাবার পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলতে দেখা যাবে অর্জুনকে।
 

Sudip Paul | Published : Feb 19, 2021 2:50 PM
19
৭ বছর পর ফের আইপিএলের আঙিনায় 'তেন্ডুলকর', খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে

এবছর প্রথম বোর্ডের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে মুম্বই দলের হয়ে খেলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। যার ফলে আইপিএল নিলামে নাম তুলেছিলেন  অর্জুন।
 

29

আইপিএল নিলামের আগে ঘরোয়া ক্লাব ক্রিকেটে ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্স করে, বিশ্ব ক্রিকেটের সব থেকে নামী লিগে খেলার জন্য যে তিনি তৈরি সেই বার্তা ফ্র্যাঞ্চাইজিদের বার্তা দিয়ে রেখেছিলেন অর্জুন। 
 

39

আইপিএল নিলামের শুরু থেকেই শোনা যাচ্ছিল সচিন তেন্ডুলকরের পুরোনো দল মুম্বই ইন্ডিয়া দলে নিতে চলেছে সচিন পুত্রকে। অবশেষে নিলামে ঘটলও তা। অর্জুনকে দলে নিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

49

বৃহস্পতিবার নিলামের একেবারে শেষে নাম ওঠে অর্জুন তেন্ডুলকরের। বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। অর্জুনকে নাম উঠতেই  নিলামের টেবিলে বসে থাকা জাহির খান-সহ মুম্বই ইন্ডিয়ান্সের বাকি প্রতিনিধিদের মুখে চওড়া হাসি। একে অপরের সঙ্গে ফিস্ট বাম্প করতেও দেখা যায়।
 

59

২০১৩ সালে শেষবার আইপিএল খেলেছিলেন সচিন তেন্ডুলকর। তারপর আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এবার ৭ বছর পর ফের আইপিএলের মঞ্চে তেন্ডুলকর। তবে জুনিয়র। 

69

মুম্বই নেওয়ার পর অর্জুন বলেন, 'ছোটবেলা থেকেই আমি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত। দলের সকলকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। নীল, সোনালি জার্সি পরতে মুখিয়ে রয়েছি।'
 

79

তবে অর্জুনকে দলে নেওয়ায় উঠতে শুরু করে প্রশ্ন। সচিন পুত্র বলেই কী অর্জুনকে দলে নিল মুম্বই, প্রশ্ন তোলেন অনেকেই। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন,'ওর প্রতিভার জন্যই নেওয়া হয়েছে ওকে। সচিনের নাম ওর পিছনে রয়েছে ঠিকই, তবে অর্জুনের সুবিধা যে ও বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় সচিন খুব গর্ব বোধ করবে অর্জুনের মতো বল করতে পারলে।'
 

89

জাহির খান বলেন,'ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি নেটে। অর্জুন খুব পরিশ্রমী। শেখার ইচ্ছে ওর মধ্যে প্রচণ্ড। এ বারের আইপিএল থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে অর্জুনের।'

99

তারকা সমৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম একাদশে অর্জুনের সুযোগ হবে কিনা তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার জন্য সব কিছু উজার করে দিতে মরিয়া সচিন পুত্র।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos