শাহরুখ সন্তান আরিয়ান-সুহানাকেও মানালেন হার, নেট দুনিয়ায় ভাইরাল কে এই সুন্দরী

Published : Feb 14, 2022, 04:55 PM IST

শেষ হয়েছে ২০২২ আইপিএল মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। একাধিক তারকার উপস্থিতিতে এক সুন্দরী নজর কেড়েছে নেটিজেনদের। তিনি উপস্থিত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) টেবিলে। পরে জানা যায় তিনি কাভেয়া মারান (Kaviya Maran)। কিন্তু কেএই কাভেয়া মারান। জেনে নিন আপনিও।

PREV
18
শাহরুখ সন্তান আরিয়ান-সুহানাকেও মানালেন হার, নেট দুনিয়ায় ভাইরাল কে এই সুন্দরী

আইপিএল ২০২২ মেগা নিলামে শনি ও রবিবার বেঙ্গালুরুতে বসেছিল তারকাদের হাট। ক্রিকেট থেকে বিনোদ সব জগতের তারকাই উপস্থিত ছিলেন সেখানে।  শাহরুখ খানের ছেলেমেয়ে- আরিয়ান খান ও সুহানা খান , জুহি চাওলার মেয়ে জাহ্নবী  থেকে গৌতম গম্ভীর সকলেই ছিলেন।

28

কিন্তু একজন সুন্দরী সকলের মন জয় করে নেন। তিনি বসেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের টেবিলে। যাকে দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সুন্দরীর পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে নেটিজেনরা। 
 

38

পরে জানা যায় এই সন্দরী রমনী আর কেউ নয়, সানরাইজার্স  হায়দরাবাদ দলের মালিক কাভেয়া মারান। যিনি সান নেটওয়ার্কের মালিক মালিক কালানিধি মারানের কন্যা। আইপিএল দলের দিকটি দেখেন কাভেয়া।
 

48

সোশ্যাল মিডিয়ায় মারান পরিবারের ঝকঝকে কন্যা একেবারে ঝড়ের গতিতে ট্রেন্ডিং৷ প্রচুর মানুষ সার্চ ইঞ্জিনে কাব্যা মারানকে সার্চও করে ফেলেছেন৷ কাব্যা মারানের নাম দিয়ে সার্চ হওয়ার পাশাপাশি সার্চ ইঞ্জিনে এও খোঁজা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের মালিক কে?

58

সান নেটওয়ার্ক শুধু ভারতের নয়, এশিয়ার এশিয়ার সর্ববৃহৎ মিডিয়া কোম্পানিগুলির মধ্যে অন্যতম। তাদের একাধিক চ্যানেল, এফএম স্টেশন রয়েছে। তাদের মধ্যে অন্যতম সান টিভি ও জেমিনি টিভি।

68

মিডিয়া ব্যারন কলানিধি মারানের মেয়ে কাভেয়া মারান জতিনি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্নধার৷ তিনি সান মিউজিক, এফ এম চ্যানেল, এবং সান টিভি-র সঙ্গেও যুক্ত৷  পারিবারিক ব্যবসার মিডিয়া ও স্পোর্টসের দিকটা দেখেন কাভেয়া।

78

কাভেয়া মারানের মা কাবেরী মারান জয়েন্ট ম্য়ানেজিং ডিরেক্টর অফ সান নেটওয়ার্ক। কাভেয়া মারান ১৯৯২ সালের ৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি এমবিএ পাশ করে পরিবারের ব্যবসায় মনোনিবেশ করেন।

88

আইপিএল নিলামে ও সানরাইজার্স হায়দরাবাদের প্রতিটি ম্য়াচে তাকে মাঠে দেখা যায়। তার রূপে মুগ্ধ সকলকেই। শুধু ২০২২ আইপিএল নিলামই নয়, এর আগেও আইপিএল নিলামে কাভেয়া মারানের রূপ ঝড় তুলেছিল  সোশ্যাল মিডিয়ায়।


 

Read more Photos on
click me!

Recommended Stories