হাসিন জাহানের ছবিতে যতই বিতর্ক হোক বা নেটিজেনরা তাকে যতই ভালো-মন্দ বলুক, নিজের ছবি তোলার প্যাশন থেকে কখনও পিছ পা হননি হাসিন জাহান। ট্রোলড হলেও, তার অসংখ্য ফ্যানেরা পছন্দও করেন তার বিভিন্ন রূপ। তাই ফ্যানেদের নিরাশ না করে নিজের নিত্য নতুন ছবি শেয়ার করেন হাসিন। নতুন ছবিটিও নিয়েও কোনও মন্তব্য করেননি হাসিন জাহান।