ফের কী বিয়ে করলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান, ভাইরাল ছবি ঘিরে প্রশ্ন নেট দুনিয়ার

Published : Apr 19, 2022, 02:19 PM IST

ভারতীয় ক্রিকেটার তথা আইপিএল ২০২২ (IPL 2022) -এ গুজরাট টাইটানসের (Gujarat Titans)হয়ে খেলতে ব্যস্ত মহম্মদ শামি।  তার স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan)সঙ্গে এখনও সরকারিভাবে ডিভোর্স হয়নি। বিবাদের পর মেয়েকে নিয়ে একলাই থাকেন হাসিন। নেট দুনিয়ায় বরাবরই খুবই সক্রিয় শামি পত্নী। শেয়ার করেন নিজের নানা ছবি।  তবে এবার একটি ফটো ঘিরে নেটেজিনরা প্রশ্ন তুলছেন ফের কী বিয়ে করলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। ফের একবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হলেন হাসিন। 

PREV
18
ফের কী বিয়ে করলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান, ভাইরাল ছবি ঘিরে প্রশ্ন নেট দুনিয়ার

চলছে আইপিএল ২০২২। এবাপ প্রতিযোহগিতায় নতুন দল গুজরাট টাইটানসের হয়ে খেলছেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। বল হাতে দারুণ ছন্দেও রয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে তিনি যে এখনও ফুরিয়ে যাননি তা প্রমাণ করেছেন শামি। এক দিকে যখন বল হাতে ২২ গজে আগুন ঝরাচ্ছেন শামি, অপরদিকে নেট দুনিয়াকে নিজের রূপের আগুনে ক্লিন বোল্ড করছেনন শামির স্ত্রী হাসিন জাহান। একটি ছবি শেয়ার করে ফের শিরোনামে হাসিন। 
 

28

সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট নিয়ে বরাবরই চর্চায় থাকেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। নিজের বিভিন্ন লুকসের ছবি  ও বিভিন্ন ধরেনর নাচের ভিডিও শেয়ার করেন তিনি। নিজের হট লুকসের ছবি শেয়ার করেন হাসিন জাহান। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা নিয়ে প্রশংসার পাশাপাশি কটুক্তির শিকারও হতে হয় হাসিন জাহানকে। কিন্তু নিজের পোস্ট করা কমাননি তিনি। 

38

নিজের ব্যক্তিগত জীবনেও সবসময় বিতর্কিত থেকেছেন হাসিন জাহান। ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে বিয়ে থেকে বিবাদ সব কিছু নিয়ে সংবাদ শিরোনামে বারবার এসেছেন হাসিন। ২০১৮ সালে মহম্মদ শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন হাসিন জাহান। বিশেষ করে মহম্মদ শামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁর। 
 

48

সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড রকম সক্রিয় মহম্মদহাসিন জাহান। শুধু নিজের হট লুকসের ছবির কারণেই নয়,  তার ইনস্টাগ্রাম অন্যান্য ছবি ও নানারকম পোস্টের জন্য সবসময়ই শিরোনামে থাকেন হাসিন। টোলাররা তার পোস্ট সম্পর্কে মন্তব্য করতে থাকে। এবার ফে তিনি এমন একটি ছবি শেয়ার করে ট্রোলারদের মন্তব্যের শিকার হয়েছেন। 

58

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন হাসিন জাহান। যেই ছবিতে তাকে খুব সুন্দর দেখাচ্ছে।  লাইক ও কমেন্টও অনেক পড়েছে ছবিতে। সেই ছবিতে মাথায় সিঁদুর পড়ে রয়েছেন হাসিন জাহান। যা দেখার পরই ফর ট্রোলের শিকার হয়েছেন মহম্মদ শামির স্ত্রী। নানা লোকে নানা মন্তব্য করেছেন হাসিনের সিঁদুর পড়া ছবিতে।
 

68

এই ছবি ঘিরেই নেটিজেনরা হাসিনকে ট্রোল করে বলেছে, তাহলে কী ফের বিয়ে করলেন হাসিন জাহান। এক নেটাগরিক নতুন বিয়ের জন্য শুভেচ্ছাও জানিয়ছে হাসিন জাহানকে।  এই সিঁদুরের রহস্য কী তাও জানতে চেয়েছে আরও একজন নেটিজেন। ফলে ছবি শেয়ার করার পর থেকে মারাত্মক ট্রোল হচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটারের পত্নী। 

78

সম্প্রতি মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান নতুন করে প্রেমে পড়েছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল নেট দুনিয়ায়।  তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করা থেকে সেই জল্পনার শুরু। ম্যায়নে কিসিকো দিল দে দিয়া এই গানে নাচতে দেখা যায় হাসিনকে। আর এই ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই অনেকে জানতে চেয়েছিলেন, তা হলে কি আরো একবার হাসিন জাহান প্রেমে পড়লেন!

88

হাসিন জাহানের ছবিতে যতই বিতর্ক হোক বা নেটিজেনরা তাকে যতই ভালো-মন্দ বলুক, নিজের ছবি তোলার প্যাশন থেকে কখনও পিছ পা হননি হাসিন জাহান।  ট্রোলড হলেও, তার অসংখ্য ফ্যানেরা পছন্দও করেন তার বিভিন্ন রূপ। তাই ফ্যানেদের নিরাশ না করে নিজের নিত্য নতুন ছবি শেয়ার করেন হাসিন।  নতুন ছবিটিও নিয়েও কোনও মন্তব্য করেননি হাসিন জাহান।

Read more Photos on
click me!

Recommended Stories