Published : Mar 10, 2022, 07:18 PM ISTUpdated : Mar 10, 2022, 07:19 PM IST
আইপিএল ২০২২ (IPL 2022) এর আগে টিম ইন্ডিয়ার (Team India) তারকা স্পিনার রাহুল চাহার (Rahul Chahar) তার বান্ধবী এবং বাগদত্তা ঈশানী জোহরের (Ishani Johar) সাথে বিয়ে (Marriage) সেরেছেন। বুধবার গোয়ার (Goa) একটি বিলাস বহুল হোটেলে দুই পরিবার ও কয়েকজনেক উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। চলুন দেখা যাক রাহুল-ঈশানীর মেহেন্দি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত কিছু অদেখা ছবি।
ভারতীয় ক্রিকেটাররা তাদের খেলাধুলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সবসময়ই শিরোনামে থাকেন। তাদের মধ্যে একজন হলেন টিম ইন্ডিয়ার স্পিনার রাহুল চাহার, যিনি ২০ বছর বয়সে তার বান্ধবী ঈশানীর সাথে বাগদান সেরেছিলেন। বাগদানের ৩ বছর পর গাঁটছড়া বাঁধলেন দুজনে।
210
ঈশানী এবং রাহুল ৯ মার্চ গোয়াতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছেন। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন রাহুল চাহার। সঙ্গে একটি মিষ্টি ক্যাপশন দিয়েছেন। ভক্তদের জানিয়েছেন নিজের বিয়ের কথা।
310
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে দুজনের ছবি। এখন পর্যন্ত ১ লাখের বেশি মানুষ লাইক করেছেন। একই সঙ্গে রাহুল চাহারের সতীর্থ ক্রিকেটাররা যেমন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি তাকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন।
410
এর আগে ভারতীয় লেগ স্পিনার তার বিয়ের অন্য়ান্য অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছিলেন। এখন দেখুন এই ছবিতে কীভাবে রাহুলকে তার কনের সাথে পোজ দিতে দেখা গিয়েছে। রোমান্টিক মুডেও ধরা দিয়েছেন দুজন।
510
তার ভাই এবং ক্রিকেটার দীপক চাহারও রাহুল এবং ঈশানীর হলদি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বাগদত্তা জয়া ভরদ্বাজও। সকলে মিলে একসঙ্গে ফটোশুট করতে দেখা গিয়েছে। যা সকলেই পছন্দ করেছেন।
610
২২ বছর বয়সী লেগ-স্পিনার রাহুল চাহার ১২ ডিসেম্বর ২০১৯ সালে বান্ধবী ঈশানীর সাথে বাগদান সেরেছিলেন। এর আগে দুজনেই ৫ বছর সম্পর্কে ছিলেন। ফলে দুজনের প্রেম ছোট বেলে থেকে সেটা বলাই যায়।
710
রাহুল চাহারের বউ একই সঙ্গে ঈশানী জোহর একজন ফ্যাশন ডিজাইনার। তিনি সবসময় তার লুকসের জন্য শিরোনামে থাকেন। তিনি খুব সুন্দরী এবং দেখতে কোন বলিউড তারকার চেয়ে কম নয়। তার ফ্য়ান ফলোয়ার্সের সংখ্য়াও আকাশ ছোঁয়া।
810
রাহুল চাহারের ইনস্টাগ্রামে প্রায়ই তাঁর সঙ্গে দেখা যায় ইশানিকে। এমনকি রাহুলের লম্বা চুলের ডিজাইনও করেছেন তার স্ত্রী। গত বছর, একটি ছবি শেয়ার করে তিনি বলেছিলেন যে ঈশানি তার হেয়র ডিজাইনার।
910
বিয়ের মণ্ডপে রোমান্টিক মুহূর্তেও ধরা দিয়েছেন রাহুল চাহার ও ঈশানী জোহার। বিয়ের পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় তারকা লেগ স্পিনার ও তার স্ত্রী। ফ্যান ফলোয়ার্সদের ধন্যবাদও জানিয়েছেন নব দম্পতি।
1010
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে রাহুল চাহারকে কিনেছে পাঞ্জাব কিংস। এর আগে কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন তিনি। এছাড়া ৬টি টি-টোয়েন্টিতে ৭ উইকেট এবং একটি ওয়ানডে ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি।