চেন্নাই সুপার কিংস-
চারবারের আইপিএল চেন্নাই সুপার কিংসও কোন কোন প্লেয়ারদের রিটেন করবে তা নিয়ে একটা সমস্যা রয়েছে। কারণ সিএসকে প্রথম প্লেয়ার হিসেবে ধোনিকে রেখে দিতে চাইছে। কিন্তু ধোনি চাইছে না তাকে রিটেন করে এতগুলি টাকা নষ্ট করুক ফ্র্যাঞ্চাইজি। তবে জানা যাচ্ছে ধোনি, জাদেজা, রুতুরাজকে রিটেন করতে চলেছে সিএসকে। এছাড়া মঈন আলি বা স্যাম কুরানের মধ্যে এক বিদেশীকে ধরে রাখতে পারে চেন্নাই।