IPL 2022: আইপিএলের ৮ দল ধরে রাখছে কোন তারকাদের, দেখে নিন এক নজরে

Published : Nov 28, 2021, 04:42 PM IST

২০২২ আইপিএল (IPL 2022) নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোরজোর। পরের মরসুমে আইপিএলে দল সংখ্যা বেড়ে ৮ থেকে ১০ হতে চলেছে।  একইসঙ্গে আয়োজতি হতেচলেছে মেগা নিলাম। মোট ৪ জন ক্রিকেটারকে  ধরে রাখতে পারবে পুরোনো ৮টি আইপিএল দল (8 IPL Team)। ফলে কোন দল কোন প্লেয়ারদের  ধরে রাখতে পারে তা  নিয়ে চলছে জল্পনা। একঝলকে দেখে নিন কোন কোন প্লেয়ারদের ধরে রাখতে পারে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), রাজস্থান রয়য়্যালস (Rajasthan Royals), রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। 

PREV
18
IPL 2022: আইপিএলের ৮ দল ধরে রাখছে কোন  তারকাদের, দেখে নিন এক নজরে

মুম্বই ইন্ডিয়ান্স-
৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দলে একাধিক তারকা প্লেয়ার রয়েছে, যাদের মধ্যে ৪ জনকে রিটেন করার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও ইশান কিশানকে রিটেন করতে পারে মুম্বই।  বিদেশীদের  মধ্যে কায়রন পোলার্ডকে ফেরানোর সম্ভাবনাই বেশি।
 

28

চেন্নাই সুপার কিংস-
চারবারের আইপিএল চেন্নাই সুপার কিংসও কোন কোন প্লেয়ারদের রিটেন করবে তা নিয়ে একটা সমস্যা রয়েছে। কারণ সিএসকে প্রথম প্লেয়ার হিসেবে ধোনিকে রেখে দিতে চাইছে।  কিন্তু ধোনি চাইছে না তাকে  রিটেন করে এতগুলি টাকা নষ্ট করুক ফ্র্যাঞ্চাইজি। তবে জানা যাচ্ছে ধোনি, জাদেজা, রুতুরাজকে রিটেন করতে চলেছে সিএসকে। এছাড়া মঈন  আলি বা স্যাম কুরানের মধ্যে এক বিদেশীকে ধরে রাখতে পারে চেন্নাই। 

38

কলকাতা নাইট রাইডার্স- 
কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান ও দীনেশ কার্তিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা। আন্দ্রে রাসেল,  সুনীল নারিনকে ধরে রাখার সম্ভাবনাই বেশি। এছাড়া বরুণচক্রবর্তীকে ধরে রাখতে পারে কেকেআর। চতুর্থ ক্রিকেটার হিসেবে শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়রের মধ্যে একজনকে ধরে রাখতে পারে নাইটরা।
 

48

দিল্লি ক্যাপিটালস-
বিগত দুই মরসুম ধরে আইপিএলে অনবদ্য পারফর্ম করেছে দিল্লি ক্যাপিটালস। এই দলেও একাধিক তারকা ক্রিকেটার রয়েছে। ইতিমধ্যেই ২০২২ আইপিএলে অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে পৃথ্বি শ, অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়র ও আনরিখ নকিয়ার মধ্যে ৩ জনকে ধরে রাখতে পারে দিল্লি।
 

58

রাজস্থান রয়্যালস-
আইপিএলের গত মরসুমেও সাফল্য হাতে আসেনি রাজস্থান রয়্যালস দলের। তবে আগামি মরসুমে অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়ছে রয়্যালসরা। এছাড়া ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলারকে ধরে রাখতে পারে রাজস্থান রয়্যালস।
 

68

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-
বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়লেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে ধরে রাখার সিদ্ধান্ত  নিয়েছেন। পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল ও যুজবেন্দ্র চাহলকেও ধরে রাখার সম্ভাবনাও বেশি। এছাড়াও দেবদূত পাড়িকল, মহম্মদ সিরাজ, হার্শল প্যাটেলের মধ্যে একজনকে ধরে রাখতে পারে আরসিবি।
 

78

সানরাইজার্স হায়দরাবাদ-
সানরাইজার্স হায়দরাবাদ দল চার জনকে ধরে রাখার সম্ভাবনা খুবই কম।  মাত্র ২ জনকে ধরে রাখতে পারে অরেঞ্জ আর্মি। সেখানে তারকা ব্য়াটসম্যান কেন উইলিয়ামসন ও তারকাস্পিনার রাশিদ খানকে ধরে রাখতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। 

88

পঞ্জাব কিংস-
দলের দীর্ঘ মেয়াদি  অধিনায়ক হিসেবে কেএল রাহুলকে দলে নিয়েছিল পঞ্জাব কিংস। কিন্তু শোনা যাচ্ছে নতুন মরসুমে নতুন  কোনও দলে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন কেএল রাহুল। সেক্ষেত্রে কেবল মায়াঙ্ক আগরওয়ালকে ধরে রাখতে পারে পঞ্জাব। সম্ভাবনা রয়েছে সব ক্রিকেটারকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে নিলামে অংশ নেওয়ার।

Read more Photos on
click me!

Recommended Stories