ইমরান তাহির/ শাকিব আল হাসান-
বয়স যে শুধু একটা সংখ্য়া মাত্র তা বারবার প্রমাণ করেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ৫৯ ম্যাচে ৮২ উইকেট রয়েছে তাহিরের ঝুলিতে। তবে এবার দল পানননি তিনি। অপরদিকে, শাকিব আল হাসানও স্পিনার অলরাউন্ডার হিসেবে সেরা অপশন। ৭১টি আইপিএল ম্য়াচে শাকিব করেছেন ৭৯২ রান ও ঝুলিতে রয়েছে ৬৩টি উইকেট।