আইপিএল ২০২২-এ অবিক্রিত খেলোয়ারদের নিয়ে গঠিত হল সেরা একাদশ, যারা লড়াই দিতে পারে ১০টি দলকে

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । ইতিমধ্যেই আইপিলের ১০ ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের মাধ্যমে তাদের দল গড়ে ফেলেছে। তবে এবার আইপিএলে (IPL)) এমন কিছু তারকা ক্রিকেটার অবিক্রিত (Unsold Star Cricketer) থেকে গিয়েছে যারা আইপিএলের ইতিহাসে তারকা (IPL Star)। তেমনই এগারো জনকে নিয়ে গঠিত হলে একাদশ। যেই দল লড়াই দিতে পারে যে কোনও দলকে
 

Sudip Paul | Published : Feb 28, 2022 1:20 PM
111
আইপিএল ২০২২-এ অবিক্রিত খেলোয়ারদের নিয়ে গঠিত হল সেরা একাদশ, যারা লড়াই দিতে পারে ১০টি দলকে

ক্রিস লিন-
২০২২ আইপিএল মেগা নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ক্রিস লিন। বেশ কয়েক বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। একাধিক ম্য়াচ উইনিং ইনিংসও খেলেছেন। শেষ ২ বছর ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। কিন্তু সেখানে খুব একটা সুযোগ পাননি তিনি।

211

মুরলি বিজয়-
আইপিএলের অন্যতম সেরা অপেনারদের মধ্যে অন্যতম হলেন মুরলি বিজয়। আইপিএলে  ১০৬ ম্যাচে দুটি সেঞ্চুরিসহ ২৬১৯ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১২৭ রান। তবে এবার আইপিএলে দল পাননি মুরলি বিজয়।

311

স্টিভ স্মিথ/ইয়ন মর্গ্যান-
দুর্ভাগ্যবশত ২০২২ আইপিএলে দল পাননি স্টিভ স্মিথ।  আইপিএলে তিনি ১০৩ ম্যাচে ৩৪.৫১ গড়ে একটি সেঞ্চুরিসহ ২৪৮৫ রান রয়েছে অজি তারকার। গতবার কেকেআরকে অধিনায়কত্ব করে ফাইনালে তুলেছিলেন ব্রিটিশ তারকা ইয়ন মর্গ্যান। কিন্তু ব্য়াট হাতে ব্যর্থ ছিলেন তিনি। তাই আইপিএল ২০২২-এ দল পাননি তিনি।
 

411

সুরেশ রায়না-
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্য়ান সুরেশ রায়না। যিনি ‘মিস্টার আইপিএল’ নামে খ্যাত। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রান পূর্ণ করেছিলেন আইপিএলে। কিন্তু এবার দল পানি তিনি।

511

সৌরভ তিওয়ারি-
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকা সৌরভ তিওয়ারির ৯৩টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি ২৮.৭৩ গড়ে ১৪৯৪ রান করেছেন। বয়স ও ফর্মের ওঠানামার কারণে তিনিও ব্রাত্য থেকেছে আইপিএল ২০২২ নিলামে।
 

611

ইশান্ত শর্মা-
ভারতীয় দলের অন্যতম তারকা ফাস্ট বোলার ইশান্ত শর্মা। জোরে বোলার হিসেবে খেলেছেন ১০০টিরও বেশি টেস্ট ম্য়াচ। আইপিএলেও দীর্ঘ বছর খেলার অভিজ্ঞতা রয়েছে। ৯৩ আইপিএল ম্য়াচে রয়েছে ৭২টি উইকেট। এবার আইপিএল নিলামে দল  পাননি তিনিও।
 

711

মোহিত শর্মা-
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার মোহিত শর্মা। তার বোলিংয়েক মিশ্রণ সামলাতে সমস্য়ায় পড়তেন তাবড় তাবড় ব্য়াটসম্য়ান। ৮৬ ম্যাচে ৯২টি উইকেট রয়েছে তার আইপিএল কেরিয়ারে। এবার দল পাননি তিনিও।

811

জেমস ফকনার-
 অস্ট্রেলিয়ার বাঁহাতি অলরাউন্ডার ফাস্ট বোলার জেমস ফকনারও একটি দলের সেরা বোলিং বিকল্প হতে পারতেন। তিনি ৬০ ম্যাচে ৫২৭ রান করার পাশাপাশি ৫৯টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগারটি হল ৫/১৬ উইকেট। 

911

ইমরান তাহির/ শাকিব আল হাসান-
বয়স যে শুধু একটা সংখ্য়া মাত্র তা বারবার প্রমাণ করেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ৫৯ ম্যাচে ৮২ উইকেট রয়েছে তাহিরের ঝুলিতে। তবে এবার দল পানননি তিনি। অপরদিকে, শাকিব আল হাসানও স্পিনার অলরাউন্ডার হিসেবে সেরা অপশন। ৭১টি আইপিএল ম্য়াচে শাকিব করেছেন ৭৯২ রান ও ঝুলিতে রয়েছে ৬৩টি উইকেট।
 

1011

অমিত মিশ্র-
আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হলেন ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। তিনবার হ্যাটট্রিকের পাশাপাশি আইপিএল কেরিয়ারে ১৫৪ ম্য়াচে ১৬৬টি উইকেট রয়েছে অমিত মিশ্রের ঝুলিতে।
 

1111

পীযুশ চাওলা-
আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হলেন লেগ স্পিনার পীযুষ চাওলা। ভারতীয় লেগ স্পিনারের ঝুলিতে ১৬৫ ম্যাচে ১৫৭টি উইকেট রয়েছে। তবে আইপিএল ২০২২-এ দল পানননি তিনিও।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos