ক্লার্কের সেরা ৭ ব্য়াটসম্যানের তালিকায় ভারতের সচিন ও কোহলি, বাদ স্টিভ স্মিথ

করোনা আতঙ্কের জেরে গৃহবন্দি গোটা বিশ্ব। এই সময় নিজের সেরা সাত ব্যাটসম্যান বেছে নিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। যদিও তালিকা থেকে বাদ রেখেছেন স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনকে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
 

Sudip Paul | Published : Apr 8, 2020 5:39 AM IST
110
ক্লার্কের সেরা ৭ ব্য়াটসম্যানের তালিকায় ভারতের সচিন ও কোহলি, বাদ স্টিভ স্মিথ
ক্লার্কের পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে কেবল রিকি পন্টিং। ভারতের সচিন ও কোহালি, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ও জাক ক্যালিস ও শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা।
210
ক্লার্ক ব্যাখ্যা করে বলেছেন, গ্লেন ম্যাকগ্রা, গিলেসপি, শেন ওয়ার্নের মতো বোলারদের বিরুদ্ধে দাপটের সঙ্গে যাঁরা ব্যাট করেছেন, তাঁদেরকেই সেরা সাতে রেখেছেন ক্লার্ক।
310
ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের টেকনিক মুগ্ধ করেছে তাঁকে। ‘মাস্টার ব্লাস্টার’কে ফেরানো সব থেকে কঠিন বলে মনে হয়েছে ক্লার্কের। টেকনিক্যালি সচিনের কোনও দুর্বলতা ছিল বলে মনে করেন না প্রাক্তন অজি অধিনায়ক। সচিন কখন ভুল করবে সেই অপেক্ষাতেই থাকতে হত সবাইকে।
410
ব্রায়ান লারা প্রসঙ্গে ক্লার্ক বলছেন, ‘‘লারার পরিসংখ্যান এবং গড় হয়তো খুব একটা বেশি নয়। কিন্তু স্পিনার বা ফাস্ট বোলারকে ও যে ভাবে খেলত, তা দেখে মুগ্ধ হতে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রাধান্য নিয়ে ব্যাট করেছে লারা।’’
510
ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে ক্লার্কের ব্যাখ্যা, ‘‘ওয়ানডে ও টি টোয়েন্টিতে কোহালির রেকর্ড অসাধারণ। টেস্ট ক্রিকেটে প্রাধান্য নিয়ে খেলে কোহালি। কোহালি আর সচিনের মধ্যে একটা জিনিসে দারুণ মিল। ওরা দু’ জনেই সেঞ্চুরিকে আরও বড় সেঞ্চুরিতে পরিণত করতে দক্ষ।’’
610
দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্সকে ফের মাঠে দেখতে চান ক্লার্ক। এবিডি সম্পর্কে ক্লার্ক বলছেন, ‘‘যে কোনও পজিশনে ব্যাট করতে পারে এবি। মাঠের যে কোনও প্রান্তে শট মারতে দক্ষ।’’
710
ক্লার্কের তালিকায় রয়েছে এবির দেশের অপর এক কিংবদন্তী ব্যাটসম্যান জাক ক্যালিস। ক্লার্কের মতে, ‘‘ ক্যালিস সেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বোলিং শক্তির বিরুদ্ধে যে ভাবে রান করেছে কালিস, তা এক কথায় অসাধারণ।’’
810
ক্লার্কের দেশের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং প্রসঙ্গে ক্লার্ক বলেছেন, ‘‘ম্যাথু হেডেন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম গিলক্রিস্টের মতো দুর্দান্ত ব্যাটসম্যানদের সঙ্গে খেলেছি। কিন্তু রিকি যে সময়ে খেলেছে, তখন প্রতিটি দলেই দু-তিন জন দুর্দান্ত বোলার ছিল। রিকি ওদের বিরুদ্ধে প্রাধান্য নিয়েই খেলেছে।’’
910
শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা তিন নম্বরে ব্যাট করতে নামতেন। ক্লার্ক বলছেন, ‘‘আমার মতে তিন নম্বর খুব কঠিন পজিশন। বিশ্বকাপে টানা তিনটি সেঞ্চুরি করেছিল সঙ্গকারা। বিশ্ব ক্রিকেটের নিপাট একজন ভাল মানুষ সঙ্গা।’’
1010
পন্টিংকে রাখলেও, নিজের দেশের বর্তমানে অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে সেরার তালিকায় রাখেননি মাইকেল ক্লার্ক। তালিকায় নেই নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও। যা দেখে খানিকটা আশ্চর্যই হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও নিজের পছন্দ নিয়ে অনড় ক্লার্ক।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos