হুরুনের এই তালিকায় প্রথম দশে রয়েছেন চিনেরই আধিপত্য থাকলেও, রয়েছেন এক ভারতীয় মহিলাও। তিনি নাইকা (Nykaa) সংস্থার প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার, রয়েছেন এই তালিকার দশম স্থানে। তাঁর সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে তিনি একাই নন, এই তালিকায় নাম রয়েছে আরও দুই ভারতীয়ের - 'জোহো'র রাধা ভেম্বু এবং বায়োকনের কিরণ মজুমদার-শ।