শিক্ষক দিবসে আবেগ ঘন টুইট সচিনের, শিক্ষক দিবসে প্রথমবার গুরুহীন মাস্টার ব্লাস্টার
শিক্ষক দিবসে প্রথমবার গুরুহীন সচিন
আবেগ ঘন টুইট সচিন তেন্ডুলকারের
শিক্ষক দিবসে গুরু আচরেকরকে টুইটে শ্রদ্ধা মাস্টার ব্লাস্টারের
debojyoti AN | Published : Sep 5, 2019 11:04 AM IST / Updated: Sep 05 2019, 07:15 PM IST
রমাকান্ত আচরেকরের হাত ধরেই ক্রিকেটের মঞ্চে আগমন সচিন কাম্বলিদের। ১৬ বছরের বিস্ময় বালক থেকে ক্রিকেট ঈশ্বর হয়ে ওঠা সচিনের।
দেশে থাকলে প্রতিবছরই শিক্ষক দিবসে আচরেকর স্যারের আশীর্বাদ নিতে যেতেন সচিন কাম্বলিরা। এবার আর সেটা হল না।
জীবনে যে কোনও সাফল্যের পেছনে আচরেকর স্যারের অবদানের কথা বলতেন মাস্টার ব্লাস্টার। শিক্ষক দিবসে সচিনের টুইট, "শিক্ষক শুধু পড়াশোনা শেখায় না মূল্যবোধও শেখায়।"
আবেগঘন টুইটে সচিন লেখেন, "স্যার আমকে সব সময় সোজা খেলতে বলতেন, তা সে মাঠে হোক বা জীবনে। আমার জীবনে স্যারের অবদান ভোলার নয়।
২০১৯ সালের ২ জানুয়ারী, ৮৭ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রমাকান্ত আচরেকর। তাই এবারের শিক্ষক দিবসে গুরুহীন সচিন রমেশ তেন্ডুলকর।