৩৪ জন্মদিনে নতুন ভূমিকায় সুরেশ রায়না, নিলেন সামাজিক দায়িত্ব পালনের অঙ্গিকার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অন্য ভূমিকায় প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। এবার সমাজিক কাজে নিজেকে যুক্ত করলেন তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান। দেশের একাধিক স্কুলে স্বাস্থ্য ও পানীয় জল পরিষেবার সঙ্গে নিজেকে যুক্ত করলেন রায়না।
 

Sudip Paul | Published : Nov 23, 2020 1:42 PM IST
16
৩৪ জন্মদিনে নতুন ভূমিকায় সুরেশ রায়না, নিলেন সামাজিক দায়িত্ব পালনের অঙ্গিকার

চলতি বছরের ৫ অগাস্ট মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না একসঙ্গে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তারপর করোনার কারনে আইপিএল থেকেও সরে দাঁড়ান রায়না।
 

26

ক্রিকেট থেকে অবসরের পর এবার সামাজিক কাজে মন দিলেন প্রাক্তন তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান। ৩৪ টি স্কুলে স্বাস্থ্য ও পানীয় জল পরিষেবার সঙ্গে নিজেকে যুক্ত করলেন রায়না।

36

যে ক্রিকেট, যে সমাজ তাকে এত কিছু দিয়েছে, সেই সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই নতুন উদ্যোগ শুরু করলেন রায়না।
 

46

এই মাসেরই ২৭ নভেম্বর রায়নার জন্মদিন। সোশ্য়াল মিডিয়ায় রায়না জানিয়েছেন, আমি ৩৪ বছর হওয়ার সঙ্গে এই নতুন প্রকল্প শুরু করতে চলেছি।
 

56

এই কর্মকাণ্ডের আওতায় সুরেশ রায়না ৩৪টি স্কুলে টয়লেট, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই ছবিও শেয়ার করেছেন রায়না।

66

প্রাক্তন ভারতীয় তারকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুল কর্তৃপ। প্রিয় তারকাকে  নতুন ভূমিকায় পেয়ে খুশি রায়নার ভক্ত ও অনুগামীরাও।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos