স্টুয়ার্ট বিনি-মায়ান্তি ল্যাঙ্গারঃ
ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্টি বিনি বিয়ে করেছেন বিখ্যাত স্পোর্টস অ্যাঙ্কার মায়ান্তি ল্যাঙ্গারকে। আইপিএল, বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসের মত বড় ইভেন্ট সঞ্চালিকার দায়িত্ব সামলেছেন মায়ান্তি। স্টুয়ার্ট বিনি ও মায়ান্তি ল্যাঙ্গার ২০১২ সালে সাতে পাকে বাঁধা পড়েছিলেন। তার আট বছর পর ২০২০ সালে তাদের সংসারে প্রথম পুত্র সন্তানের জন্ম য়েছে। সুখী দাম্পত্য উপভোগ করছেন তারা।