মেষ রাশি- আজ আটকে থাকা অর্থ হাতে পাওয়ার সম্ভাবনা প্রবল। দিনে কোন কোন সময় অর্থের আগমন ঘটবে। তবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, পরিবারের কারো শরীর স্বাস্থ্য আপনার উদ্বিগ্নের কারণ হতে পারে। সারাদিন তেমন কোনো ভালো খবর না মিললেও, আর্থিক দিক থেকে এদিন বেশ শুভ।