বৃশ্চিক রাশি- ব্যাবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হলেও, আজ নতুন কোনও কাজে হাত না দেওয়াই সঠিক। কারণ এতে সমস্যায় পড়তে হতে পারে। পারিবারিক বিবাদ থাকবে। তার প্রভাব পড়তে পারে কাজে, তাই সচেতন থাকুন। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।