Published : Sep 21, 2019, 05:47 PM ISTUpdated : Sep 21, 2019, 05:54 PM IST
'বছর ঘুরে মা যে আবার এল ফিরে', মা দুর্গা আগমনের পথে। মায়ের আগমন বার্তায় সেজে উঠেছে শহর কলকাতা। মাকে আহ্বান করার জন্য প্রস্তুত সকলেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, সব কিছুর প্ল্যান। তবে শুধুমাত্র এগুলোই নয় মা দুর্গার আগমণের সঙ্গে সঙ্গে রয়েছে এই পুজোর পাঁচ দিনের দশ আকর্ষণ। চলুন দেখে নেওয়া যাক এই দশটি আকর্ষণ।