দুর্গা পুজো নিয়ে সকলের তোড়জোড় তুঙ্গে, রইল পুজোর দশ আকর্ষণ

'বছর ঘুরে মা যে আবার এল ফিরে', মা দুর্গা আগমনের পথে। মায়ের আগমন বার্তায় সেজে উঠেছে শহর কলকাতা। মাকে আহ্বান করার জন্য প্রস্তুত সকলেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, সব কিছুর প্ল্যান। তবে শুধুমাত্র এগুলোই নয় মা দুর্গার আগমণের সঙ্গে সঙ্গে রয়েছে এই পুজোর পাঁচ দিনের দশ আকর্ষণ। চলুন দেখে নেওয়া যাক এই দশটি আকর্ষণ। 
 

debojyoti AN | Published : Sep 21, 2019 5:47 PM / Updated: Sep 21 2019, 05:54 PM IST
110
দুর্গা পুজো নিয়ে সকলের তোড়জোড় তুঙ্গে, রইল পুজোর দশ আকর্ষণ
প্রথমেই আসে দুর্গা ষষ্ঠী। অর্থাৎ মা দুর্গার আগমন।
210
আর সেদিনেই হয় মায়ের বোধন। কিছুদিনের জন্য নিজের বাপের বাড়িতে আসেন মা।
310
তারপরেই সপ্তমীর নবপত্রিকা স্নান। এদিন ভোরবেলা কলাবউ স্নান করিয়ে মায়ের সপ্তমী পুজোর প্রস্তুতি করা হয়।
410
আর তারপরেই সপ্তমীর শুরু হয় সপ্তমী পুজো।
510
এরপর আসে মহাঅষ্টমী। মহাঅষ্টমীর শুরুতেই থাকে কুমারি পুজো। ৫ থেকে ৮ বছরের ছোট মেয়েদের দেবীর আসনে বসিয়ে কুমারি পুজো করা হয়।
610
আর তার সঙ্গে রয়েছে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হওয়া সন্ধি পুজো।
710
এরপরেই মহানবমী। নবমীতে তো রয়েছেই ধুনুচি নাচ।
810
তারসঙ্গে রয়েছে নবমীতে বাঙালির জমিয়ে খাওয়া দাওয়া।
910
আর শেষে বিজয়া দশমী। এই দিনে সিঁদুর খেলায় মেতে ওঠে বাঙালি রমনিরা।
1010
মা দুর্গার আবার বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময়। আর তারপরেই মা দুর্গার ভাসান।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos