16

পুজোর আমেজে ব্যস্ত রানি মুখোপাধ্যায়। লাল পোশাকেই অষ্টমীতে নজর কাড়লেন তিনি।
26
পুজোয় সব দিকে তদারকি করলেন নিজেই। কাজলের সঙ্গে পাল্লা দিয়ে সকলের নজর কাড়লেন সকলের।
36
পোজ দিয়ে ছবিও তুললেন রানি। পুজোর মরসুমে আনন্দ, ঠাট্টা ব্যস্তা মিলিয়ে অষ্টমী কাটাচ্ছেন রানি।
46
বিভিন্ন সময় বিভিন্ন মুডে ধরা দিলেন রানি মুখোপাধ্যায়।
56
বর্তমানে বেজায় ব্যস্ত রানি। চলছে ছবির শ্যুটিং। দুদিকই একসঙ্গে ব্যালেন্স করে মণ্ডপে হাজির রানি।
66
বলিউডে আবারও পা রাখতে চলেছেন তিনি। তারই মাঝে পুজোর আয়োজন। মুখার্জি বাড়িতে তারকার সমাবেশ ষষ্ঠী থেকেই। সকলের সঙ্গে আলাপ পর্বাও সাড়লেন তিনি।