Published : Oct 05, 2019, 06:27 PM ISTUpdated : Oct 06, 2019, 04:32 PM IST
পুজোতে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে মেতে ওঠেন সকলেই। প্রতি বছরই দেখা যায় রানি বাড়ির পুজোর ছবি। শুধু তাই নয় সেখানে রানিকে দেখতে পাওয়া যায় তিনি ব্যস্ত আছেন পুজোর নানা কাজের মধ্যে। এমনকি পুজোতে তাকে দেখতে পাওয়া যায় নজরকাড়া সাজে। মুম্বইয়ে রানির বাড়িতে এবছরও ছবিটা একই। সেখানে এবছরও দেখা যাচ্ছে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে নানা কাজে ব্যাস্ত তিনি।