Published : Sep 22, 2019, 01:39 AM ISTUpdated : Sep 22, 2019, 01:41 AM IST
আইফা-র মঞ্চে তারকাদের চলতি বছরে নজর কাড়া উপস্থিতি। একে অন্যকে টক্কর দিয়েই পোজ দিলেন সেলিব্রিটিরা। কেউ ফেদার ড্রেস তো কেউ আবার পনিটেইল। স্টাইল স্টেটমেন্টে আইফা-র রেড কার্পেট নজির গড়ল। ২০ তম আইফা পুরষ্কারে আবারও নজর কাড়ল ছবি আন্ধাধুন। একাধিক পুরষ্কার গেল এই ছবির ঝুলিতে। সেরা চিত্রনাট্য, সেরা এডিটিং, সেরা সাউন্ড মিক্সিং এমন কি নেপথ্যের মিউজিকের পুরষ্কারটিও নিজের দখলে রাখল এই ছবি। কিন্তু বছরের সেরা অভিনেতার পুরষ্কার জিতে নিলেন রণবীর সিং। অনেকেই অনুমান করেছিলেন ভিকি কৌশল, কিন্তু অবশেষে জয় হল পদ্মাবত ছবির। একই ভাবে সেরা অভিনেত্রীর পুরষ্কার নিজের দখলে রাখলেন আলিয়া ভাট, রাজি ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই নির্বাচিত হন তিনি। তবে রেড কার্পেটে এবছর সকলেই ছিলেন সেরা, অনবদ্য। তারই কিছু ঝলক দেখে নেওয়া যাক।
পরিচালক করণ জোহার বেশ কয়েকদিন ধরেই স্টাইল স্টেটমেন্টে সেরায়। তাঁর পোশাক, জুতো, সব মিলিয়ে প্রতিবারের এক নয়া লুক সকলের মন জয় করে নেয়। এবারও তার ব্যতিক্রম হল না।
815
ডেবিউ করার জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেলেন সারা আলি খান। কেদারনাথ ছবিতে অভিনয় করে এই পুরষ্কার পেলেন তিনি।
915
উর্বশী চেনা ছকেই ধরা দিলেন এইদিন। তঁর হট লুক প্রতিবারের মত এবারও সেরা।
1015
মৌনি রায় এখন বেজায় ব্যস্ত তাঁর ছবির প্রমোশনে। তারই মাঝে হাজির আইফা-র রেড কার্পেটে।
1115
পরিচালক অনুরাগ বসুও এদিন রেড কার্পেট সমান তালে কাঁপালেন। সময় মত হাজির হলেও তিনিও।
1215
দিপীকা পাড়ুকোনের ফেদার পোশাক ইতিমধ্যেই চর্চার তুঙ্গে। রণবীর সিং বেশ কয়েকবার তাঁর স্ত্রীর পোশাক সামলাতে সাহায্যও করলেন। যদিও এই জুটির পোশাকই এই দিন ছিল সেরা।
1315
পুরষ্কার হাতে রেড কার্পেটে হাজির প্রিতম চক্রবর্তী।