তবে কি ২০২০-তেই বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া, বি-টাউনে জল্পনা তুঙ্গে

বলিউডের হট জুটিদের মধ্যে অন্যতম হলন আলিয়া-রণবীর। তাঁদের রিল লাইফের প্রেমকাহিনিএখন সকলের মুখে মুখে। তবে কবে একে অন্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তানিয়ে এখন জল্পনা তুঙ্গে। 

Jayita Chandra | Published : Jan 15, 2020 8:06 PM IST / Updated: Jan 16 2020, 03:18 AM IST
120
তবে কি ২০২০-তেই বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া, বি-টাউনে জল্পনা তুঙ্গে
কয়েকবছর ধরেই বলিউডে সেরার তালিকাতে থাকা জুটির মধ্যে অন্যতম হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের প্রেমেই বুঁট সকলে।
220
নিমন্ত্রণ বাড়ি থেকে পান্ডেল হপিং, তাঁদের তালিকাতে য়তেকে বাদ পড়ে না কিছুই। একে অন্যের সঙ্গেই প্রকাশ্যে হাজির হন তাঁরা।
320
বলিউডে এই জুটি নিজেদের প্রথম ছবিটিও করে ফেললেন এবার। শ্যুটিং পর্ব শেষের মুখে। এপ্রিল মাসেই মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র।
420
রিল নয়, রিয়েল লাইফের জুটির প্রেম এক কথায় নজর কাড়া। একের পর এক অভিনেত্রীর মন ভেঙে অবশেষে আলিয়া-তে এসেছে থমকেছেন রণবীর কাপুর।
520
বলিউডে পা রাখার পর থেকেই কাপুর পুত্র একাধিক অভিনেত্রীর মন চুরি করেছেন। তাঁর প্রথম প্রেম দীপিকা পাড়ুকোন।
620
দীর্ঘদিন একে অন্যের সঙ্গে ডেটিং করেছেন দীপিকা রণবীর কাপুর। রণবীরকে ভালোবেসে একটি ট্যাটু করে বিতর্কেও জড়িয়েছিলেন দীপিকা।
720
এরপর জীবনে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। তাঁর সঙ্গেও বেশ কয়েকদিন জমিয়ে প্রেম করেন রণবীর।
820
তবে সেই প্রেম বেশিদিন স্থায়ী হয়নি। কয়েকদিনের মধ্যেই আবারও মন ভাঙে ক্যাটরিনার। সেখান থেকে মুখ ফিরিয়ে রণবীরের চোখ যায় আলিয়ার দিকে।
920
এরপর থেকে মহেশ কন্যার সঙ্গেই জমিয়ে প্রেম শুরু করেন রণবীর কাপুর। প্রথম থেকেই এই জুটিকে একই সঙ্গে পর্দায় দেখার সাধ ছিল দর্শকদের। কিন্তু সেই সুযোগ মেলেনি।
1020
রিয়েল লাইফে একাধিকবার পোজ দিয়ে ছবি তুললেও অনস্ক্রিন রোম্যান্সে তাঁরা কখনই ধরা দেননি। অবশেষে খবর আসে ব্রহ্মাস্ত্রর।
1120
২০১৯ সালের প্রথম থেকেই এই জুটি একাধিক ছবির প্রস্তাব পেয়েছেন। একই সঙ্গে ছবি করবেন না ট্যাবু ভাঙায় বিপুল ছবির প্রস্তাবে নাজেহাল দুই তারকা।
1220
সেই ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর আলিয়া। প্রথম থেকেই এই ছবি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। তার অন্যতম কারণ এই জুটি।
1320
এবার শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বাকদান পর্ব সেরে ফেলতে পারেন এই তারকাদ্বয়। বি-টাউনে এমনই খবর ঘিরে জল্পনা।
1420
একসঙ্গে একাধিক ট্রিপেও পাড়ি দিয়েছেন তাঁরা। প্রকাশ্যেই শেয়ার করেছেন সেই ছবি। যদিও বিয়ে নিয়ে কিছুই জানাননি এখনও তাঁরা।
1520
দুই পরিবারের মধ্যে সম্পর্ক বেশ ভালো। বিভিন্ন অনুষ্ঠানে রণবীরের পরিবারের সঙ্গে দেখা যায় আলিয়া ভাটকে।
1620
যদিও তাঁদের বিয়ের খবর নিজেরা প্রকাশ্যে না জানালেও ঘনিষ্ট সূত্রের খবর দুই পরিবারেই চলছে কথাবার্তা। সব ঠিক থাকলে চলতি বছর শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তাঁরা।
1720
২০১৯ সাল থেকেই খবর শোনা যাচ্ছে একে অন্যের সঙ্গে মালাবদল করবেন তাঁরা। কথা ছিল ২০১৯-এর শেষেই বিয়ে হবে তাঁদের।
1820
তেমনটা না হওয়ায় অনেকেই হতাশ হয়েছে। শুধু তাই নয়, নেট দুনিয়ায় তাঁদের বিয়ের একের পর এক খবর মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
1920
২০১৯ সালে একটি বিজ্ঞাপন সংস্থার হয়ে শ্যুট করেন আলিয়া। সেখানে পুরুষ চরিত্রের জায়গায় বসানো হয় রণবীরের মুখ।
2020
২০২০-র জানুয়ারীতেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর আলিয়া। ভাইরাল হয়েছিলে তাঁদের বিয়ের ফেক কার্ডও।
Share this Photo Gallery
click me!

Latest Videos