কাপুর পরিবারে বিয়ের আসর, বউভাতের অনুষ্ঠানে বলি-তারকাদের ঢল

কাপুর পরিবারে রবিবার থেকেই বিয়ের মরসুম। গাঁটছড়া বাঁধলেন আরমান জৈন ও অনীশ মালহোত্রা। বিয়ে পর্ব মিটিয়ে এবার বউভাতের অনুষ্ঠানে গা ভাসালেন বি-টাউনের সকলেই। বিয়ের দিন বরকে নিয়ে নাচতে নাচতে প্রবেশ করলেন করিনা-করিশ্মা। বিয়ের আসরের পর এবার ফ্রেমে ধরা পড়ল জমকালো বউভাতের চিত্র।

Jayita Chandra | Published : Feb 5, 2020 5:08 PM / Updated: Feb 05 2020, 05:20 PM IST
117
কাপুর পরিবারে বিয়ের আসর, বউভাতের অনুষ্ঠানে বলি-তারকাদের ঢল
রিসেপশনের আসরে হট লুকে নব দম্পতি। বিয়ের করলেন কাপুরর পরিবারের পুত্র আরমান জৈন। পাত্রী অনীশা মালহোত্রা।
217
ভাইয়ের বিয়ে, সেজে গুজে হাজির দুই বোন। বিয়ের আসর জমিয়ে এবার রিসেপশনে হট লুকে হাজির করিশ্মা-করিনা।
317
আলিয়া নিয়েই রিসেপশনের পার্টিতে হাজির রণবীর কাপুর। একই প্রেমে তুললেন একাধিক ছবি।
417
বিয়ের অনুষ্ঠানে এসে নেচে আসর জমিয়ে দিলেন শাহরুখ খান ও গৌরী। তাক লাগালেন ভক্তদেরও।
517
হট লুকে ধরা দিলেন মালাইকা আরোরা। অর্জুনের সঙ্গেই এদিন রিসেপশনে হাজির হয়েছিলেন তিনি।
617
কুনালের সঙ্গে নবদম্পতীকে শুভেচ্ছা জানাতে হাজির হলেন সোহা আলি খান। এদিন সোহাও নজর কাড়লেন হট লুকে।
717
উপস্থিত হয়েছিলেন করন জোহার। কেবল উপস্থিতই নয়, রীতিমত নাচের তালে আসরও মাত করেন এদিন তিনি।
817
জমকালো লুকে মঙ্গলবার আরমানের রিসেপশনে তাক লাগিয়েছিলেন রেখা। সকলের সঙ্গে সারলেন আলাপ চারিতা।
917
গোলাপী-সাদা ল্যাহেঙ্গাতে নজর কাড়লেন আলিয়া। অনুষ্ঠানে এসে রণবীরের সঙ্গে একাধিক ছবি তুললেন তিনি।
1017
বিয়েতে হট ব্লাউজ পরে তাক লাগিয়ে ছিলেন কিয়ারা। এবার রিসেপশনেও চমক দিলেন পোশাকে।
1117
পরনেনীল কুর্তা, পাশে আলিয়া, এ যেন বিয়ে আগেই নব দম্পতির লুকে ধরা দিলেন রিয়েল ও রিল লাইফ জুটি।
1217
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পেয়ে হাজির হয়েছিল আম্বানি পরিবার। সপরিবারে পোজ দিয়ে ছবি তুললেন তাঁরা।
1317
সবুজ শাড়িতে যেন আরও রূপ খুলেছিল রানি মুখোপাধ্যায়ের। এদিন রিসেপশনের পার্টিতে শাড়িতেই বাজিমাত রানির।
1417
বাবা চাঙ্কি পান্ডের সঙ্গেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনন্যা পান্ডে। গোল্ডেন ল্যাহেঙ্গাতে এদিন তিনিও সেরার সেরা।
1517
স্টাইল স্টেটমেন্ট বজায় রেখেই শাড়িতে উপস্থিত শিল্পা শেট্টি। গোলাপী পোশাকে এদিন তিনিও তাক লাগালেন সকলের।
1617
বিয়েতে থাকতে না পাড়লেও বউভাতের আসর জমিয়ে দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কালো কুর্তাতে এদিন হাজির হলেন অভিনেতা।
1717
সাদা শাড়িতে সাবেকি লুকে ধরা দিলেন সোনাম কাপুর। হাতে বটুয়া ব্যাগ, পোজ দিয়ে ছবি তুললেন সকলের সঙ্গেই।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos