কোয়ারেন্টাইন কিসে মত্ত সেলেব দম্পতি, করোনা আতঙ্কেও প্রেমের জোয়ারে ভাসলেন তারকারা

কোয়ারেন্টাইন সময় ওষ্ঠাগত হয়ে উঠছে সকলের জীবন। এভাবে গৃহবন্দি হয়ে কতদিন থাকা যায়, এমনই বক্তব্য পেশ করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেছেন। নেটদুনিয়ায় অনেকে এও শেয়ার করছেন কীভাবে সময় কাটাচ্ছেন তারা। কারণ ওয়ার্ক ফ্রম হোমের পরও বেশ কয়েকজনের সময় কাটছে না। তবে সেলেব্রিটিদের ক্ষেত্রে এমনটা হচ্ছে কিনা তা বলা বেশ মুশকিল। কারণ তাঁদের নিত্যদিনের ব্যস্ততা থেকে লম্বা ব্রেক পেয়েছেন তাঁরা। সেই লম্বা ব্রেককে একেবারেই হাতছাড়া করতেই চাইছেন না বিশেষত সেলেব জুটিরা। রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, নুসরত-নিখিল এবং জাস্টিন-হেইলি, প্রত্যেক সেলেব দম্পতিরাই ব্যস্ত একান্তে একে অপরের সঙ্গে সময় কাটাতে।

Adrika Das | Published : Mar 22, 2020 12:20 PM
18
কোয়ারেন্টাইন কিসে মত্ত সেলেব দম্পতি, করোনা আতঙ্কেও প্রেমের জোয়ারে ভাসলেন তারকারা
হলিউড পপ গায়ক জাস্টিন বিবার এবং তাঁর স্ত্রী হেইলি ব্যাল্ডউইন দু'জনের এখন কোয়ারেন্টাইনের সময় চুম্বনরত। ব্যস্ততার জীবন থেকে ছাড়া পেতেই একে অপরকে যথাসম্ভব সময় দিয়ে চলেছেন জাস্টিন এবং হেইলি।
28
জাস্টিনের ফ্যান ফলোয়িং নেহাতই কম নয় তাই হেইলির সঙ্গে তাঁর এই ক্লোজনেস মোটেই পছন্দ হচ্ছে তাঁর মহিলাভক্তদের। তবে সেলেব দম্পতির এই কোয়ারেন্টাইন কিস এখন রীতিমত ভাইরাল।
38
টলিউড অভিনেত্রী নুসরত জাহান হোম আইসোলেশনকে প্রথম দিন থেকেই কার্যকরী বানিয়ে তুলেছেন। নিজে আঁকতে ভালবাসেন তাই স্বামী নিখিলকে নিয়েও আঁকতে বসে গিয়েছেন।
48
আঁকা ছাড়াও, বাড়ির সকল সদস্যদের জন্য রান্না বান্না বেশ মন দিয়েছেন নুসরত। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে দম বিরিয়ানি রান্না করতে দেখা গিয়েছে।
58
রণবীর-দীপিকা যেমন নিজেদের আলাদা আলাদা কোয়ারেন্টাইন সময়ের কথা পোস্ট করেছেন তেমন একে অপরের সঙ্গে সময় কাটানোর আপডেটও দিয়েছেন নেটিজেনদের।
68
বলিউডের এই সেলেব দম্পতির প্রেমের জোয়ারে ভেসেছেন ঠিকই, তবে ছোটখাটো স্ন্যাকসের হাত ধরে। চকোলটের বার হাতে নিয়ে ভালোই চলছে তাঁদের কোয়ারেন্টাইন সময়।
78
সম্প্রতি গ্লোবাল গার্ল প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অত্যন্ত ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে নিকের কোলে শুয়ে তিনি। সোফায়ে শুতে যাতে প্রিয়াঙ্কার কোনও অসুবিধে না হয় তার জন্যে নিক নিজের কোলেই প্রিয়াঙ্কার মাথা রেখে নিয়েছেন।
88
নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে ছবিটি। তবে ছবি দেখে নেটিজেনরা মজার ছলে প্রশ্ন করেছেন, নিক-প্রিয়াঙ্কার বেডরুমে তাঁরা ছাড়া আর কে ছিলেন, যিনি এই তাঁদের এই কোজি মোমেন্টের ছবি তুলেছেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos