গান্ডুঃ পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউ পরিচালিত ছবিটিতে অধিকাংশ জায়গা জুড়েই নগ্নতাকে দেখানো হয়েছে। চলচ্চিত্রের একটি বিশেষ দৃশ্যে সিনেমার প্রধান চরিত্র অনুব্রত এবং বাঙালির অভিনেত্রীর রি-এর অরিজিনাল সঙ্গমকে দেখানো হয়েছিল। এই রি একসময় পরিচালক কিউ-এর রিয়েল লাইফের এক্স গার্লফ্রেন্ড ছিলেন।